Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের ‘সেরা একাদশে’ একমাত্র বাংলাদেশি রিশাদ

Rishad is the only Bangladeshi in the best eleven of the World Cup
রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের মধ্য দিয়ে এক মাসব্যাপী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আজ (শনিবার)। তবে ফাইনাল মাঠে গড়ানোর আগেই আজ বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন তরুণ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।

প্রথমবারের মতো আইসিসির বিশ্ব মঞ্চে অংশ নিয়েই বাজিমাত করেছেন রিশাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার। ম্যাচজয়ী কয়েকটি স্পেলে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন এই ২১ বছর বয়সী তরুণ।

নিজের প্রথম আসরে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করে ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেনঋশাদ। বিশ্বকাপের এক আসরে কোনো বাংলাদেশি বোলারের এটাই সর্বোচ্চ উইকেট। এর আগে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। পাশাপাশি এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন এই লেগস্পিনার।

আরও পড়ুন:

» বিশ্বকাপে টার্গেট পূরণ করেছে বাংলাদেশ, খুশি বিসিবি

» ব্যালন ডি’অর জয়ের দৌঁড়ে নেইমারের পছন্দের চার ফুটবলার কারা? 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত বিশ্বকাপ সেরা একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার স্থান পেয়েছেন ভারত থেকে। এ ছাড়া অস্ট্রেলিয়া ও আফগানিস্তান থেকে দুইজন করে এবং বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র থেকে একজন করে ক্রিকেটার স্থান পেয়েছেন। আর নেতৃত্বে রয়েছেন আফগান তারকা অলরাউন্ডার রশিদ খান।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপের সেরা একাদশ: রশিদ খান (অধিনায়ক), ট্রাভিস হেড, রোহিত শর্মা, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রিশাদ হোসেন, ফজলহক ফারুকী, যশপ্রিত বুমরাহ ও আনরিখ নরখিয়া।

ক্রিফোস্পোর্টস/২৯জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট