Connect with us
ক্রিকেট

বিয়ে করলেন রিশাদ হোসেন

Rishad Hossain got married
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন। আজ থেকে নতুন জীবন শুরু করতে যাচ্ছে্ন এই স্পিন অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিবাহের বিষয়টি জানিয়েছেন এই তরুণ সেনসেশন।

ফেসবুক পোস্টে জামাই সাজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, ‘বিয়ে করেছি।’ তিনি আরও লেখেন, ‘আমি রোমাঞ্চের সঙ্গে এই আনন্দের সংবাদটি জানাচ্ছি যে, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমাদের ভবিষ্যত ভালোবাসা, আনন্দ এবং অফুরন্ত আশীর্বাদে পূর্ণ হোক।’

শেষ কয়েক মাস ক্রিকেটে ব্যস্ত সময় পার করেছেন রিশাদ হোসেন। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন এই লেগস্পিনার। নিজের প্রথম বিশ্বকাপে অংশ নিয়েই রেকর্ডবুকে জায়গা করে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:

» আর্জেন্টিনা বনাম কলম্বিয়া, সাম্প্রতিক পারফরম্যান্সে যারা এগিয়ে

» বিদেশি লিগে বিবর্ণ বাংলাদেশের বোলাররা 

৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করে বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন রিশাদ। তাছাড়া এ বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এই ২১ বছর বয়সী লেগি।

গত কয়েকমাস ধরে বাইশ গজে ব্যস্ত সময় পার করেছেন রিশাদ। বিশ্বকাপের পর বেশ কয়েকদিন বিশ্রামের সুযোগ পেয়েছেন তিনি। আর এই ফাঁকা সময়ে বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ২১ বছর বয়সী স্পিন অলরাউন্ডার।

জানা গেছে, রিশাদের স্ত্রীর নাম সিদরাতুল মুনতাহা। নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে তার বাড়ি। গত বছরের ১৩ জুলাই পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। আজ স্ত্রীকে নিজ বাড়িতে তুলেছেন রিশাদ।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট