Connect with us
ক্রিকেট

নেতৃত্বে ফিরে নতুন প্রতিশ্রুতি দিলেন বাবর

বাবর আজম। ছবি- ইএসপিএন

ভারত বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর আজম। প্রায় ৫ মাসের মাথায় তাকে ফের সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্বে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের দায়িত্বে ফিরে নতুন প্রতিশ্রুতি দিয়েছেন বাবর আজম।

গতকাল রোববার (৩১ মার্চ) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। আগামী ১৮ এপ্রিল শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজ থেকে সাদা বলের দুই ফরমেটেই দলকে নেতৃত্ব দিবেন বাবর। এতে করে ওয়ানডে থেকে শান মাসুদ এবং টি-টোয়েন্টি থেকে শাহিন শাহ আফ্রিদির অধিনায়কত্ব কালের ইতি ঘটলো।

নেতৃত্ব ফিরে পেয়ে বাবর বলেন, ‘আমাদের সম্মিলিত লক্ষ্য হলো পাকিস্তানকে বিশ্বসেরা দল বানানো। একজন অধিনায়ক হিসেবে আমি সবসময় শাহিন আফ্রিদির মতামতকে গুরুত্ব দিয়েছি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি এখনও ওর পরামর্শ নিব। ম্যাচ চলাকালীন আমাদের অবশ্যই কৌশলগত বোঝাপড়া ঠিক রাখতে হবে।’

এদিকে অধিনায়কত্ব হারিয়েও শাহীন আফ্রিদি বাবরের পাশে থাকার কথা জানান, ‘দলের খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব আমাদের অধিনায়ক বাবর আজমকে সমর্থন করা। আমি তার অধিনায়কত্বে খেলেছি এবং তার প্রতি শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই। আমি মাঠে এবং মাঠের বাইরে তাকে সাহায্য করার চেষ্টা করব।’

মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়কত্বে পরিবর্তন এনেছে পাকিস্তান। এর আগে নতুন চেয়ারম্যান হিসেবে পিসিবির দায়িত্ব নিয়ে মহসিন নাকভি দলকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এমন পরিবর্তন করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

এদিকে গেল বছর ভারতে আয়োজিত বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে গেলেও বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান বাজে পারফরম্যান্সে ছিটকে গিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। এরপর সকল দিক থেকে সমালোচিত হওয়ায় বিশ্বকাপের পরেই জাতীয় দলের সকল ফরমেট থেকে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছিলেন বাবর।

আরও পড়ুন: হারের রাতেও অনন্য এক নজির গড়লেন ধোনি

ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৪/এফএএস 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট