Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে বিরল ইতিহাস গড়লেন রশিদ খান

কোনও বাউন্ডারি হজম না করে একটানা ১০৬ বল করেছেন রশিদ খান (ছবি- ক্রিকইনফো)

টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল কীর্তি গড়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। কোনও বাউন্ডারি হজম না করে একটানা ১০৬ বল করেছেন আফগান এই ক্রিকেটার।

গতকাল সোমবার শারজায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ম্যাচটি হেরে যায় ৬৬ রানে। কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়েছে আফগানরা।

এদিকে শেষ ম্যাচে দল হারলেও অসাধারণ এক নজির গড়েছেন আফগান দলনেতা রশিদ খান। এই ম্যাচে বল হাতে দ্বিতীয় বলটি করেই একটি অসাধারণ কীর্তি গড়েন তিনি। কারণ এটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার বাউন্ডারি হজম না করা টানা ১০০ তম বল।

আফগান এই তারকা ক্রিকেটারের বাউন্ডারিবিহীন বলের শুরু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দিয়ে। তার ওভারে কোনো বাউন্ডারি নিতে পারেনি ব্যাটাররা। এছাড়া পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেও ৮ ওভারে কোনো বাউন্ডারি খাননি আফগানিস্তানের এই লেগ স্পিনার।

অপরদিকে বাউন্ডারি না খাওয়া ১০০ বলের মধ্যে রশিদ ডট বল দিয়েছেন ৪৭টি। আর এই ১০০ বলে তিনি রান দিয়েছেন ৯৮। এ সময়ের মধ্যে উইকেট নেন ৪টি।

আরও পড়ুন: পেলে-ম্যারাডোনার পাশে মেসির প্রতিমূর্তি

ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট