Connect with us
ক্রিকেট

বৃষ্টি বাধার পর মুস্তাফিজ ঝড় সামলে উঠল কিউইরা

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড শিবিরে মুস্তাফিজের কাটার ঝড়। ছবি- গুগল

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে কিউইদের আগে ব্যাট করতে বাংলাদেশ পাঠায় বাংলাদেশ। তবে শুরুতেই বেরসিক বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় ম্যাচ।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচ শুরুর কিছুক্ষণ পর নামে ঝুম বৃষ্টি। এতে টানা দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে।

পরে বৃষ্টি থামলে ৫০ কেটে ৪২ ওভারে গড়ায় ম্যাচ। বৃষ্টির বাধা ঠেলে মাঠে নেমেই টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে পড়েন কিউই ব্যাটাররা। পরপর দুই ওভারে মুস্তাফিজের দুই উইকেটে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। শুরুতে নিউজিল্যান্ডের ওপেনারমুস্তাফিজ ফিন অ্যালেনকে ফেরান মুস্তাফিজ। উইকেট কিপার নুরুলের ক্যাচ হয়ে ফেরার আগে ৯ রান করেন তিনি।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিন নম্বরে নামা চ্যাড বোয়েসও। ১ রান করতেই তাকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান মুস্তাফিজ। পরে হেনরি নিকোলাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর পথে থাকা মুস্তাফিজনিউজিল্যান্ডকে আবারও থমকে দেন মুস্তাফিজ। ক্লিন কাটাররে বোল্ড হয়ে ফেরার আগে নিকোলাস খেলেন ৪৪ রানের ইনিংস।

ম্যাচে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকা কিউইরা ঘুরে দাঁড়ায় উইল ইয়ংয়ের অর্ধশকে ভর করে৷

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১১৫/৩ (২৩) উইল ইয়ং ৫৪*, টম ব্লান্ডেল ৩*

বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান, নাসুম আহমেদ তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ:

ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন: ৭৫০ ডলারের উপহার নিয়ে আইসিসির কাঠগড়ায় নাসির

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট