Connect with us
ফুটবল

বরখাস্ত হতে পারেন পিএসজির কোচ, যদি…

মেসি। ছবি- গুগল

কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টে মাঝারি মানের ক্লাব পিএসজি পরিণত হয়েছে জায়ান্ট ক্লাবে। গত এক যুগে এ জার্সি গায়ে তুলেছেন ফুটবলের অনেক তারকা ও মহাতারকা। তবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব ফুটবলের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এখনো অধরা পিএসজির।

কিন্তু এ সময়ে ঘরোয়া ২৯টি ট্রফি জিতে নিয়েছে তারা তবে এতেও মন ভরছে না ক্লাবের মালিক নাসের আল খেলাইফির। কারণ দলবদলের উইন্ডোতে হাত খুলে খরচ করেছেন তিনি। ক্লাবের মালিকানা নেওয়ার পর ফুটবলার কিনতে প্রায় দেড় বিলিয়ন ইউরোর বেশি খরচ করেছেন তিনি।

শুধু তাই নয় এবারের দলবদলেও বিশাল অঙ্কের টাকা খরচ করেছে পিএসজি। মেসি-নেইমার-রামোসের মতো বড় তারকা ফুটবলার একাদশে থাকার পরও মার্সেইর কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায় নিতে হয় তাদের। যে ক্লাবটির স্কোয়াডের দাম পিএসজির চারের ভাগের মাত্র এক ভাগ। সেই দলের নিকট এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না পিএসজির মালিকপক্ষ। এবার এর শিকার হতে পারেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

এদিকে ক্লাবটির পরামর্শক লুইস কাম্পোসের সুপারিশেই গালতিয়েরকে নিয়োগ দিয়েছিল পিএসজি। তবে ক্লাবের মালিকের প্রথম পছন্দ ছিলেন জিনেদিন জিদান। জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন থাকলেও জিদানকে নিয়োগ দেয়নি ফ্রান্স। বর্তমানে কর্মহীন দিন পার করছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। অপরদিকে এমন অবস্থায় সামনের কয়েকটা ম্যাচ বর্তমান কোচ গালতিয়ের’র জন্য অগ্নীপরীক্ষা।

গুঞ্জন উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ পর্যন্তই অপেক্ষা করবেন নাসের আল খেলাইফি। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলে হয়তো বিকল্প কিছুই ভাববেন তিনি। আগামী মঙ্গলবার রাতে জার্মান জায়ান্টদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম আর ৮ মার্চ হবে ফিরতি লেগের খেলা। সেখানে অঘটন ঘটলেই বরখাস্ত হতে পারেন ক্রিস্তোফ গালতিয়ের।

আরও পড়ুন: বিপিএলে বিসিবির ‘বাংলা’ চমক

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল