Connect with us
ফুটবল

র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ পিছিয়ে থাকা জর্জিয়ার কাছে পর্তুগালের হার

Euro 2024_Portugal vs Georgia
রোনালদোদের ২-০ গোলে হারিয়েছে কাবারেসখেলিয়ারা। ছবি- সংগৃহীত

চলতি ইউরোর রাউন্ড-৩ এর ম্যাচে বুধবার (২৬ জুন) গ্রুপ-এফ থেকে জর্জিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। গ্রুপ পর্বে টানা দুই জয়ের পর অবশেষে হারের মুখ দেখেছে পর্তুগাল। র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ পিছিয়ে থাকা জর্জিয়ার কাছে ২-০ গোলে হেরেছে রোনালদো-ফার্নান্দেজরা।

এদিন গেলসেনকারচেনে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জর্জিয়া। ম্যাচের দুই মিনিটে ভুল পাসে মাঝ মাঠে বলের নিয়ন্ত্রণ হারায় পর্তুগাল। আর সেখান থেকে বল পেয়ে যান জর্জিয়া স্ট্রাইকার জর্জেস মিকাওতাদজের। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে বক্সের মধ্যে খাবিচা কাবারেসখেলিয়াকে পাস দেন তিনি। আর সেখান থেকে পর্তুগাল গোলকিপার দিয়াগো কস্তাকে পরাস্ত করে বল জালে পাঠান কাবারেসখেলিয়া।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়য়ার্ধের শুরুর দিকেই লিড দ্বিগুণ করে নেওয়ার সুযোগ পায় জর্জিয়া। ম্যাচের ৫৬ মিনিটে ভিএআর চ্যাকের পর পেনাল্টি উপহার পায় তারা। আর স্পট কিক থেকে গোল করে জর্জিয়াকে ২-০ গোলে এগিয়ে দেন প্রথম গোলে অ্যাসিস্ট করা জর্জেজ মিকাওতাদজের। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে জর্জিয়া।

আরও পড়ুন:

» ইনজুরি নিয়ে অস্বস্তিতে লিওনেল মেসি

» পোল্যান্ডের বিপক্ষে ড্র করে শেষ ষোলোতে ফ্রান্স 

এই ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি পর্তুগাল। এদিন জর্জিয়ার ৭ শটের বিপরীতে ২২টি শট নিয়েছে রোনালদো-ফেলিক্সরা। তাছাড়া ম্যাচজুড়ে ৭২ শতাংশ সময় বল দখলে রেখেছিল পর্তুগাল। তবুও কোনো গোলের দেখা পায়নি ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।

শেষ ম্যাচে হেরেও গ্রুপের শীর্ষ দল হিসেবেই শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট তাদের। অন্যদিকে পর্তুগালকে হারিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠেছে জর্জিয়া। ৩ ম্যাচে ৪ পয়েন্ট খাবিচা কাবারেসখেলিয়াদের। পর্তুগালের সমান দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে তুরষ্ক।

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল