Connect with us
ফুটবল

লুক্সেমবার্গের জালে পর্তুগালের গোল উৎসব

লুক্সেমবার্গকে ৬-০ গোলে হারিয়েছে পর্তুগাল (ছবি- গোল ডটকম)

রোনালদোর জোড়া গোলে লুক্সেমবার্গের জালে গোল উৎসব করলো পর্তুগাল। লুক্সেমবার্গের জাতীয় স্টেডিয়ামে রবিবার রাতে ৬-০ গোলে ম্যাচ জিতেছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।

এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘জে’ গ্রুপের এ ম্যাচে পর্তুগালের অন্য চার গোলদাতা হলেন; জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা, ওতাভিও ও রাফায়েল লেয়াও।

এদিকে ২০১৬ সালের ইউরোপ চ্যাম্পিয়নদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯২ এ থাকা দলটি।

ম্যাচের নবম মিনিটে গোল করেন রোনালদো। এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। পোস্টে ফাঁকায় পেয়ে হেডে গোলটি করেন এই ফরোয়ার্ড।

অষ্টাদশ মিনিটে গোল করেন পর্তুগিজ আরেক ফরোয়ার্ড সিলভা। এতে ম্যাচের ৯ মিনিটের মধ্যে তিন গোল হজম করে দিশেহারা লুক্সেমবার্গ আর ঘুরে দাঁড়ানোর পথ পায়নি। ৩১ মিনিট আবারও স্বাগতিকদের জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। দ্বিতীয়ার্ধের আরও দুই গোল হজম করে লুক্সেবার্গ।

এদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পর্তুগাল। সমান ম্যাচে ৪ পয়েন্টে দ্বিতীয় স্লোভাকিয়া।

আরও পড়ুন: সাকিব-লিটনদের ছাড়পত্র নিয়ে যা বললেন হাতুরাসিংহে

ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল