Connect with us
ক্রিকেট

মুশফিক-মুমিনুলদের নিয়ে পাকিস্তান সফরের দল ঘোষণা

Pakistan tour team announced with Mushfiq-Mominul
বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন মুশফিক-মুমিনুল। ছবি- সংগৃহীত

আগামী মাসের প্রথম সপ্তাহে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দলটি। আজ মঙ্গলবার (৩০ জুলাই) আসন্ন এই সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন এই সিরিজে চার দিনের প্রথম ম্যাচে খেলবেন জাতীয় দলের দুই অভিজ্ঞ সিনিয়র মুশফিকুর রহিম ও মুমিনুল হক। মূলত আগস্টেই পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তাই নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে আগেভাগেই পাকিস্তান সফর করবেন এই দুই ব্যাটার। তবে দ্বিতীয় চারদিনের টেস্টে দলে নেই তারা।

এই দুই সিনিয়র ক্রিকেটার ছাড়াও জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার ‘এ’ দলের সঙ্গে সফর করবেন। যেখানে চার দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজে মিলিয়ে রয়েছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়,শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিবরা।

আরও পড়ুন:

» হারলেই বাদ এমন সমীকরণে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

» বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে কতটা উদ্বিগ্ন আইসিসি? 

আগামী ১০ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। এরপর ১৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় চারদিনের ম্যাচ । চারদিনের ম্যাচ শেষে ২৩, ২৫ এবং ২৭ আগস্ট যথাক্রমে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম চার দিনের ম্যাচের দল

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অংকন, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রুয়েল মিয়া, রেজাউর রহমান রাজা।

দ্বিতীয় চার দিনের ম্যাচের দল

এনামুল হক বিজয়, সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, শাহাদাত হোসেন দিপু, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অংকন, হাসান মুরাদ, তানভির ইসলাম, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

ওয়ানডে ম্যাচের দল

এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অংকন, মোসাদ্দেক হোসাইন সৈকত, রিয়াদ হোসেন, মেহেদি হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট