Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল পাকিস্তান

pakistan team
পাকিস্তান নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

নিদা দারকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে একটি ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দেশটির নারী ক্রিকেট দল। আগামী ২০ অক্টোবর বাংলাদেশে পা রাখার কথা রয়েছে তাদের। তবে সিরিজের ভেন্যু এবং সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। আগামী কিছু দিনের মধ্যে সূচি চূড়ান্ত করে ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানা গেছে, আগামী পরশু থেকে পাকিস্তানের লাহোরে প্রায় এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে পাকিস্তানের নারী ক্রিকেটাররা। এছাড়াও ম্যাচ প্র্যাকটিস করারও কথা রয়েছে তাদের।

পাকিস্তান দলের অধিনায়ক নিদা দার ছাড়াও দলে রয়েছেন আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, দিয়ানা বেগ, গুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলি (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাসরা সান্ধু, নাটালিয়া পারভেইজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি ও ওয়াহিদা আক্তার।

ব্যাকআপ ক্রিকেটার হিসেবে রয়েছেন তিনজন। নন-ট্রাভেলিং রিজার্ভ বেঞ্চের সেই তিনজন হলেন, আম্বার কায়নাত, ওমাইমা সোহেল, সিদরা নেওয়াজ।

পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার ইরাম জাভেদ ২০২২ কমনওয়েলথ গেমসের শেষে প্রায় এক বছর পর দলে ফিরেছেন। আর দল থেকে বাদ পরেছেন শাওয়াল জুলফিকার, সায়দা আরুব ও ফাতিমা সানার। ফাতিমা সানার ইনজুরির কারনে দল থেকে ছিটকে গেছেন।

আরও পড়ুন: আবারও টাইগারদের সামনে সেই রান রেটের সমীকরণ

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৩/এমকে/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট