Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কায় পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু আজ

ছবি-ইএসপিএন

আফগানদের হোম ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার হাম্বানটোটায় আজ শুরু হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। এই মাঠে দুই ম্যাচ খেলার পর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোয়।

এশিয়া কাপের আর মাত্র বাকি এক সপ্তাহ। মূলত এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে তিন ম্যাচের এই সিরিজে একে অপরের মুখোমুখি হচ্ছে আফগান ও পাক বাহিনী।

তবে, খাতা-কলমে এটি আফগানিস্তানের ‘হোম সিরিজ’। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডে।

গত সোমবার এই সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশন করেন দুই অধিনায়ক পাকিস্তানের বাবর আজম ও আফগানিস্তানের হাসমত উল্লাহ শহীদি। ফটোসেশন অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম এই সিরিজ সম্পর্কে গণমাধ্যমে জানান, ‘আগামী সপ্তাহেই এশিয়া কাপ শুরু।
এই সিরিজ থেকেই এশিয়া কাপের প্রস্তুতি নিতে হবে আমাদের। আশা করছি তিন বিভাগেই ভালো খেলবে ছেলেরা।’

এদিকে আফগান অধিনায়ক হাশমত উল্লাহ শহীদি বলেন, ‘এশিয়া কাপের আগে ওয়ানডে সিরিজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে ভালো করতে হলে, এই সিরিজেও নিজেদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের। আশা করছি, এই সিরিজ দিয়েই দলের ভুল-ত্রুটিগুলো শুধরে নিতে পারব আমরা।’

আরও পড়ুন:  যাদের ঘরে এশিয়া কাপ ট্রফি

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট