Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে আসিম জাওয়াদের স্মরণে নীরবতা পালন

One minute silence in memory of Asim Jawad in Bangladesh-Zimbabwe match
নিহত পাইলট আসিম জাওয়াদের স্মরণে এক মিনিট নীরবতা। ছবি- সংগৃহীত

সিরিজ জয় নিশ্চিতের পর আজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। আর এর মধ্য দিয়েই দীর্ঘ দিন পর হোম অব ক্রিকেটে ফিরলো বাংলাদেশ জাতীয় দল। আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। টস হেরে এই মুহূর্তে ব্যাটিংয়ে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

এদিন ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল এক মিনিট নিরবতা পালন করেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার স্মরণেই এক মিনিটের নিরবতা পালন করা হয়। বিষয়টি বিসিবি তাদের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট ও এক্স হ্যান্ডেলে নিশ্চিত করে।

বিসিবি তাদের বার্তায় বলেছে, ‘গতকাল চট্টগ্রামে বিমান বাহিনীর মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের স্মরণে আজ মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শুরু আগে বিসিবি এক মিনিট নিরবতা পালন করবে।’

গতকাল (০৯ মে) পতেঙ্গার বনৌজা ঈসা খাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টায় আসিম জাওয়াদ মৃত্যুবরণ করেন। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে পতেঙ্গার জহুরুল হক বিমান ঘাঁটি থেকে ইয়াক-১৩০ নামের প্রশিক্ষণ যুদ্ধ বিমান নিয়ে উড্ডয়ন করেন বৈমানিক উইং কমান্ডার সোহান ও বৈমানিক স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। এর কিছুক্ষণ পর হঠাৎ করে বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়।

এর পরপরই পতেঙ্গার কর্ণফুলীতে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই প্যারাস্যুট নিয়ে দুই বৈমানিকই নদীতে নেমে পড়লেও আহত হন। পড়ে দু’জনকেই সেখান থেকে উদ্ধার করে পতেঙ্গার বনৌজা ঈসা খাঁ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আসিম জাওয়াদ মারা যান। আজ (১০ মে) নিজ জেলা মানিকগঞ্জ শহরের সেওতা কবরস্থানে বিকেল ৩ টায় নিহত বৈমানিক আসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

উল্লেখ্য, নিহত আসিম জাওয়াদ মৃত্যুকালে স্ত্রী, একটি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান রেখে গেছেন।

আরও পড়ুন:

বিশ্বকাপ দল থেকে বাদ, অভিমান থেকে অবসরে কিউই ওপেনার 

কলকাতার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১১ মে ২৪)

ক্রিফোস্পোর্টস/১০মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট