Connect with us
অন্যান্য

বাংলাদেশে ই-স্পোর্টসের আনুষ্ঠানিক স্বীকৃতি

Official recognition of e-sports in Bangladesh
ই-স্পোর্টসকে স্বীকৃতি দিলো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ভিডিও গেমের প্রতিযোগিতামূলক সংস্করণকে বলা হয় ই-স্পোর্টস। বিশ্বের বিভিন্ন দেশের মতো এবার বাংলাদেশেও পেশাদারত্বের ছোঁয়া পেল ই-স্পোর্টস। আজ সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ই-স্পোর্টসবিষয়ক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে।

এই কমিটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গাইডলাইন অনুসরণ করবে এবং বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডারদের মতামত পর্যালোচনা করে ই-স্পোর্টসের একটি খসড়া নীতিমালা তৈরি করবে। একই সাথে, ই-স্পোর্টসসংক্রান্ত ওয়াচডগ (পর্যবেক্ষক সংস্থা) হিসেবে কাজ করার লক্ষ্যে সরকারের নিকট প্রয়োজনীয় প্রস্তাব পেশ করবে।

কমিটি সরকারি আইন ও বিধিবিধান, আদেশ, নির্দেশনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মতামত পর্যালোচনা করে ২১ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

আরও পড়ুন:

» ভুটানের পারো এফসিতে বাংলাদেশি মেয়েদের গোল উৎসব

» দেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতা করবে ক্রিকেট বোর্ড

ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সাইফুল আলমকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন প্রতিনিধিকেও সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইতিমধ্যেই এই খেলাটি এশিয়ান গেমসে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। চীনের হাংজুতে অনুষ্ঠিত গত এশিয়ান গেমসে ই-স্পোর্টসের সাতটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিকভাবে অলিম্পিকেও ই-স্পোর্টসকে যুক্ত করার উদ্যোগ চলছে, যা এই খেলাটির বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও গুরুত্বের প্রমাণ। বাংলাদেশে ই-স্পোর্টসের এই আনুষ্ঠানিক স্বীকৃতি দেশের তরুণ প্রজন্ম এবং গেমিং কমিউনিটির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য