Connect with us
ফুটবল

ব্যালন ডি’অর নয়, ভিনির নজর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপায়

Not the Ballon d'Or, Vini's eyes on Champions League title
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি- সংগৃহীত

বিশ্বের যে কোন ফুটবলারের স্বপ্ন থাকে বর্ষসেরার স্বীকৃতি পাওয়ার। আর ফুটবলে ব্যক্তিগত অ্যাওয়ার্ডের মধ্যে সবচেয়ে আকাঙ্ক্ষিত ও সম্মানজনক হলো ব্যালন ডি’অর। যে কোন ফুটবলারই এই অ্যাওয়ার্ড জিততে মুখিয়ে থাকেন। চলতি মৌসুম শেষে ব্যালন ডি’অর কার হাতে উঠতে যাচ্ছে?

বর্তমানে এই অ্যাওয়ার্ডের সঙ্গে দু’জন ফুটবলারের নাম খুব জোরেশোরে উচ্চারিত হচ্ছে। এদের একজন জুড বেলিংহাম, অপর জন তারই ক্লাব সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র। এই দুই তারকাই বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে যেন রীতিমতো উড়ছেন। স্প্যানিশ জায়ান্টদের লিগ শিরোপা জেতানোর পর ১ জুন বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার লড়াইয়ে মাঠে নামবেন তারা।

তবে ভিনিসিয়ুস জানান আপাতত ব্যালন ডি’অর নিয়ে মোটেই ভাবছেন না তিনি। তার নজর এখন পুরোপুরি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে। গত বুধবার বায়ার্নের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান তিনি।

সেদিন চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েও ৮৮ ও ৯১ মিনিটে বদলি নামা হোসেলুর গোলে ফাইনাল নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচ হেরে গেলেও ফাইনালের স্বপ্ন এখানেই শেষ হয়ে যেত গ্যালাক্টিকোসদের। সেদিন কোনো গোলের দেখা না পেলেও ম্যাচ জুড়ে বায়ার্ন রক্ষণকে একাই নাচিয়ে ছেড়েছেন ভিনি। যার সবচেয়ে বেশি ঝাঁঝ টের পেয়েছেন বায়ার্ন রাইট ব্যাক জশুয়া কিমিখ।

গোল না পেলেও হোসেলুর করা প্রথম গোলে ভিনির অনেকটা অবদান আছে। লেফট উইং থেকে নেওয়া ভিনির শটটা নয়্যারের হাত ফসকে গেলে তড়িৎ গতিতে সেটি জালে জড়িয়ে দেন হোসেলু। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলার স্বীকৃতি স্বরূপ তাই ম্যান অব দা ম্যাচের পুরস্কারও ভিনির হাতেই ওঠে। বায়ার্নের বিপক্ষে প্রথম লেগেও জোড়া গোল করে এই পুরস্কার জিতেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর প্রসঙ্গে জানতে চাওয়া হলে ভিনিসিয়ুস বলেন, ‘সবাই ব্যালন নিয়ে কথা বললেও এ বিষয়ে আমি নির্ভার আছি। আমি শুধু দলের সঙ্গে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। তারপরই আবার ব্রাজিলের সঙ্গে যোগ দিতে হবে। আমি সর্ব প্রথম দলকে নিয়ে ভাবি তারপর আমাকে নিয়ে।’

‘আমরা বিশ্বের সেরা দলকে ফাইনালে তুলেছি যেখানে ২৫ জন তারকা ফুটবলার আছে। আমরা লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। যার ফলস্বরূপ এবার আমরা লন্ডনে খেলবো। লা লিগা জয়ের পর এবার আমাদের চোখ ওয়েম্বলিতে’ – যোগ করেন ভিনি।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আগামী ১ জুন বাংলাদেশ সময় রাত ১ টায় ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আর্জেন্টাইন এই তরুণের দিকে রিয়াল জহুরিদের নজর? 

ক্রিফোস্পোর্টস/১০মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল