Connect with us
টেনিস

নতুন প্রস্তাবে আর না-ও দেখা যেতে পারে গভীর রাতের টেনিস ম্যাচ

Late night tennis match (The New York Times)
চলছে মধ্য রাতের টেনিস ম্যাচ। ছবি- নিউ ইয়র্ক টাইমস

প্রায়শই বিকালের সেশনের টেনিস ম্যাচ গুলো শেষ করতে করতে মধ্যরাত পেরিয়ে যায়। কোন কোন ম্যাচ শুরুই হয় মধ্যরাতের কিছুক্ষণ আগে। যা চলতে থাকে গভীর রাত পর্যন্ত, আবার কোনটি শেষ করতে হয় পরের দিন। তবে এখন থেকে আর তেমন ঘটনা নাও ঘটতে পারে টেনিসে।

অস্ট্রেলিয়ান ওপেনের আগে আয়োজকদের উদ্দেশে বিবৃতি দিয়ে কিছু নিয়মে বদল আনার প্রস্তাব যৌথ ভাবে দিয়েছে মহিলা এবং পুরুষ টেনিস সংস্থা (যথাক্রমে ডব্লিউটিএ এবং এটিপি)। জানুয়ারি থেকেই কার্যকর হবে টেনিসে প্রস্তাবিত নতুন নিয়ম গুলো। যা পরীক্ষামূলক ভাবে চলবে এক বছর।

সাম্প্রতিক কালে যে কোনও টেনিস প্রতিযোগিতা, বিশেষ করে গ্র্যান্ড স্ল্যামের ম্যাচ গুলো শেষ হতে প্রায়ই গভীর রাত হয়ে যাচ্ছে। এমন সূচির কারণে খেলোয়াড় এবং আয়োজক উভয় পক্ষই বিভিন্ন সমস্যায় পড়ছে। কোনও কোনও ম্যাচের দৈর্ঘ্যও বেড়ে তা পরের দিন শেষ হচ্ছে।

কেউই যাতে এমন অস্বাভাবিক সূচির কারণে সমস্যায় না পড়েন, তার জন্য আপাতত চারটি দফা প্রস্তাব করা হয়েছে। এখন থেকেই টেনিসের সূচি স্বাভাবিকরণে এ সকল দফা মেনে নিয়েই প্রতিযোগিতা পরিচালনা করবে আয়োজকরা।

প্রস্তাবিত দফা গুলো হলো:

১) প্রতি দিন একটি কোর্টে পাঁচটির বেশি ম্যাচ দেওয়া যাবে না। ম্যাচ শুরু হতে হবে স্থানীয় সময় সকাল ১১টায়। দিনের সেশনে তিনটি এবং বিকালের সেশনে দু’টি ম্যাচ থাকবে।

২) স্থানীয় সময় রাত ১১টার পর কোনও ম্যাচ শুরু করতে দেওয়া যাবে না। যত ক্ষণ না ডব্লিউটিএ/এটিপি পর্যবেক্ষক বিশেষ অনুমতি দিচ্ছেন।

৩) যদি কোনও ম্যাচ রাত ১০.৩০টার মধ্যে শুরু করা না যায় তা হলে সেটি বিকল্প কোনও কোর্টে সরিয়ে নিতে হবে।

৪) রাতের বা বিকেলের সেশন ৭.৩০টার পর কোনও ভাবেই শুরু করা যাবে না। ৬.৩০টা থেকে শুরু করা গেলে ভাল।

আরও পড়ুন: সাকিব-মাশরাফির বিসিবি প্রধান হওয়ার শর্ত কী?

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস