Connect with us
ফুটবল

চোটের কারণে আর্জেন্টিনা শিবির থেকে ছিটকে গেলেন নিকোলাস

নিকোলাস গঞ্জালেজ চোট পাওয়া পর প্রাথমিক চিকিৎসা নেওয়া দৃশ্য। ছবি: সংগৃহীত

গত (বুধবার) বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। তবে দল ঘোষণার কিছুক্ষণ৷ পরেই তা পরিবর্তন করতে হয় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে।চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন নিকোলাস গঞ্জালেজ।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে মাঠে নেমেছিলেন লিকোলাস। উত্তেজনা পূর্ণ এই ম্যাচে ১০ মিনিট না পেরোতেই পায়ে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে অবস্থার উন্নতি না হলে লিকোলাসকে উঠিয়ে নিতে বাধ্য হয় কোচ থিয়াগো মোত্তা।

জুভেন্তাস কর্তৃপক্ষ এক বিবৃতিতে লিকোলাসের ডান পায়ের উরুতে চোট পেয়েছেন বলে উল্লেখ করেন। কবে নাগাদ নিকোলাস সেরে উঠবেন তা উল্লেখ করেননি তারা। তবে ধারণা করা হচ্ছে, চোট মারাত্মক না হলে ১ মাসের মত সময় লাগতে পারে সেরে উঠতে।

আরও পড়ুনঃ যেভাবে সরাসরি দেখা যাবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কালোনির দলের হয়ে নিয়মিত মাঠে দেখা যাই নিকোকে। লেফট-উইংয়ে খেলার জন্য দলে যাওয়া পেলেও, অবস্থা অনুযায়ী ফুল ব্যাক, মিডফিল্ডার এমনকি লেফট-উইং স্ট্রাইকারে খেলতেও পারদর্শী তিনি। বিশকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন এই ডিফেন্ডার। কোপা আমেরিকাতে ছয় ম্যাচের মধ্যে ৫ ম্যাচে লিকো মাঠে নেমেছিল।

স্কালোনি এখনও নিকোলাসের বদলি খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি। তবে খুব তাড়াতাড়ি নাম প্রকাশ করবে তারা। জানা গেছে, মাতিয়াস সোলে, ভ্যালেন্তিন কাস্তেলানোস এবং জিউলিয়ানো সিমিওনে এই তিন জনের মধ্যে একজন কে লিকোর বদলি হিসাবে দলে ডাক দিতে পারে।

এদিকে লাতিন আমেরিকা অঞ্চলে বাছাই পর্বের শীর্ষ আছেন লিওনেল মেসিরা। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান তাদের। আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১৫ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/০৪ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল