Connect with us
ফুটবল

আল হিলাল ছেড়ে পুরনো ক্লাবে ফিরে যাওয়ার আভাস দিলেন নেইমার

Neymar hinted to leave Al Hilal and returning to his old club
আল হিলাল ছেড়ে পুরনো ক্লাবে ফিরে যাওয়ার আভাস দিলেন নেইমার। ছবি- সংগৃহীত

গত আগস্টেই ইউরোপ ছেড়ে এশিয়ায় পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সোদি ক্লাব আল হিলালে যোগ দিয়ে খেলেছেন মাত্র ৫ ম্যাচ। তবে এরই মধ্যে আল হিলাল ছাড়ার আভাস দিয়েছেন নেইমার।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন নেইমার। এবার গুঞ্জন উঠেছে, আল হিলাল ছেড়ে সেই শেকড়ে ফিরে যেতে চান এই ব্রাজিলিয়ান পোস্টার বয়।

সম্প্রতি ব্রাজিলের ক্লাব ফুটবলের প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেছে নেইমারের সাবেক ক্লাব সান্তোস। তাই ক্লাবের এই দুঃসময়ে পাশে দাড়ানোর জন্যই আবারো সান্তোসে যোগ দিতে চান নেইমার। সান্তসের সভাপতিকে ফোন দিয়ে ১১ নম্বর জার্সিটাও তার জন্য রেখে দিতে বলেছেন।

নেইমারের ফেরার ব্যাপারে সান্তোসের সভাপতি আন্দ্রেস রুয়েডা জানান, ‘নেইমার আমাকে গতকাল ফোন করে বলেছিল, সান্তোস শীর্ষে না ফেরা পর্যন্ত ১০ নম্বর জার্সিটা তুলে রাখা হবে, তেমনি সে (নেইমার) না ফেরা পর্যন্ত ১১ নম্বর জার্সিটাও যেন তুলে রাখি। আমি আর কথা শুনে অনেক খুশি এবং আশাবাদী।’

২০০৯ সালে সান্তোসের হয়ে প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু করেন নেইমার। এরপর ২০১৩ সালে সান্তোস ছেড়ে ইউরোপের ক্লাব বার্সেলোনায় পাড়ি জমান এই সুপারস্টার।

গত আগস্টে দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দেন নেইমার। সব ঠিক থাকলে দুই বছরের চুক্তি শেষেই পুরোনো ক্লাব সান্তোসে আবারও দেখা যেতে পারে নেইমারকে।

আরও পড়ুন: আফ্রিকার বর্ষসেরা ফুটবলার কে এই ওসিমেন?

ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল