Connect with us
ফুটবল

সৌদি ক্লাব আল হিলালে যাচ্ছেন নেইমার?

নেইমার
সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে নেইমারের ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। ছবি-টুইটার

নেইমার দ্যা সিলভা সান্তোস জুনিয়র, খেলাধুলার পাশাপাশি আলোচনায় থাকেন মাঠের বাহিরেও। চলতি মৌসুমে পিএসজি থেকে কোথায় যাবেন সেটা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

কোথায় পাড়ি জমাবেন এই সুপারস্টার তা নিয়ে নিয়ে বর্তমানে সরগরম পুরো ফুটবল বিশ্ব। পিএসজি ছেড়ে বার্সেলোনাতে ফিরতে পারেন ব্রাজিলের পোস্টার বয়, এমন গুঞ্জনও রয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

তবে বোমা ফটিয়েছেন ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো। তিনি জানিয়েছেন, সৌদি প্রো লিগই নেইমারের ভবিষ্যৎ গন্তব্য।

রোমারিও দাবি করেন, ব্রাজিলিয়ান এই যুবরাজকে দলে ভেড়াতে বিশাল অংকের প্রস্তাব পাঠিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। তবে টাকার অংক সম্পর্কে কোনো কিছু খোলাসা করেননি এই সাংবাদিক। তবে, দুপক্ষের মধ্যে আলোচনা চলার বিষয়টি ফাঁস করেছেন তিনি।

এদিকে লা লিগার বার্সেলোনা ও মেজর লিগের ক্লাব লস এঞ্জেলসও ইতোমধ্যে নেইমারকে দলে ভেড়ানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে নেইমারের বার্সায় যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কেননা বার্সার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় । সেই সঙ্গে হেড কোচ জাভি হার্নান্দেজও চাননা নেইমার বার্সায় আসুক এমন খবরও রয়েছে সংবাদমাধ্যমে।

এদিকে, আল হিলালের বিশাল অংকের প্রস্তাবের ফলে মেজর লীগে যাওয়ার সম্ভাবনাও ফিকে হয়ে গেছে অনেকটাই।

আরও পড়ুনঃ চিলিকে হারিয়ে ফাইনালে ব্রাজিল, রাতে শিরোপা লড়াই

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৩/এমএইচ

 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল