Connect with us
ক্রিকেট

বিসিবিকে ঢেলে সাজাতে যে রূপরেখা দেবেন নাজমুল আবেদীন

বিসিবি নিয়ে কথা বললেন নাজমুল আবেদীন। ছবি- সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তন আসতে শুরু করেছে দেশে প্রায় সকল ক্ষেত্রে। যার ব্যতিক্রম নেই ক্রীড়াঙ্গনেও। এসময় দেশের অন্যতম ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিত্ব ও কোচ নাজমুল আবেদীন ফাহিম।

গেল বেশ কিছুদিনে ছাত্র-জনতার আন্দোলনে চাপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী। তারপর থেকে সরকার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন কিংবা বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠনে আসতে শুরু করে পরিবর্তন। কেননা দেশের প্রায় সকল সংগঠনে বিস্তার করেছে রাজনৈতিক প্রভাব। যেখান থেকে খুব একটা মুক্ত থাকতে না পারলেও এখনো বড় পরিবর্তন দেখা যায়নি বিসিবিতে।

যার মূল কারণ বিসিবি কর্মকর্তা নির্বাচন হয় আইসিসির নিয়ম অনুযায়ী। তাই সরকারি কোন হস্তক্ষেপে আচমকাই বোর্ডে পরিবর্তন আনার নেই কোন সুযোগ। আইসিসির নিয়ম অনুযায়ী নতুন নির্বাচনের মধ্য দিয়েই ক্রিকেট বোর্ডে আনতে হবে বদল। তবে কেবল কর্মকর্তা-কর্মচারী পরিবর্তন করেই বদলে দেওয়া যাবে না এই সংগঠনকে। যার জন্য ক্রিকেট বোর্ডের সংস্কৃতিতে পরিবর্তন আনার কথা জানালেন নাজমুল আবেদীন ফাহিম।

আজ শনিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপ চলা কালে তিনি ভবিষ্যতের বিসিবির নতুন রূপরেখা প্রদানের কথা জানান। যাতে করে দেশের অন্যতম এই ক্রীড়া সংগঠনকে আরো এগিয়ে নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি, ‘এই বিষয় (রূপরেখা) নিয়েই তো বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। বোর্ডের কোন জায়গায় কি আনলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে এসব বিষয় নিয়ে ভাবনা আছে অনেক।’

আমাদের যে সকল রিসোর্স রয়েছে তা সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শ দেন ফাহিম, ‘আমাদের যেসব রিসোর্স আছে তা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আরও আলাপ করব। কী কারণে বা কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ ছিল না, এসব নিয়ে আলোচনা করতে হবে।’

বিসিবিতে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা থেকে সংগঠনটিকে খুব একটা শৃঙ্খলা সম্পন্ন বলতে পারেননি তিনি, ‘আমি যেহেতু কাছ থেকে (বোর্ডকে) দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না বিসিবি খুব একটা ডিসিপ্লিন কোন অর্গানাইজেশন। বাইরে থেকে দেখে এর চাকচিক্য দেখে মনে হতে পারে বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন, তবে নয়।’

অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বিভিন্ন জনের ভুলের কারণে অনেক সুযোগ থাকার পরেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ক্রিকেট বোর্ড, ‘আমার মনে হয় বিসিবিতে যেসকল সুযোগ ছিল তা সঠিক ভাবে কাজে লাগানো হয়নি। যা অনেক কারণেই হয়নি, যেখানে অনেকের ভুলও আছে। এখানে পরিবর্তন আনা প্রয়োজন। এখানে কাজের ধরনের ভেতরে ভেতরে বিশৃঙ্খলতা দেখা যায়, যা পরিবর্তন করতে হবে।’

আরও পড়ুন: আগামী আইপিএলেও চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে ধোনিকে!

ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট