Connect with us
ক্রিকেট

সামাজিক মাধ্যমে নাসুম আহমেদের ‘রহস্যময় স্ট্যাটাস’

nasum ahmed
নাসুম আহমেদ। ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে টিম বাংলাদেশ ধরাশায়ী হয়ে ঘরে ফেরার পর থেকে একে একে সমালোচনার তীর ছুঁড়ছেন ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রীড়া বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা। সেই সমালোচনার পালে হাওয়া দিয়েছে নাসুম কাণ্ড।

বাঁ-হাতি টাইগার স্পিনার নাসুম আহমেদকে ভারতের মাটিতে প্রধান কোচ হাথুরুসিংহে চড় মেরেছেন বলে যে খবর প্রকাশ হয় এতে আরও উত্তপ্ত হয় ক্রিকেট পাড়া। তবে বিষয়টিকে মিথ্যা প্রচারণা বলে দাবি করেছেন বোর্ড সভাপতি ও প্রধান কোচ নিজেই। তবু থামছে না আলোচনা।

এর মধ্যেই সামাজিক মাধ্যমে একটি ‘রহস্যময় স্ট্যাটাস’ দিয়েছেন নাসুম আহমেদ। শনিবার রাতে ভেরিফায়াড ফেসবুক অ্যাকাউন্টে নাসুম লিখেন, ‘৩০ !! ৫৯.১০০ ৩৪ …১৫০। ইনশাআল্লাহ। প্রয়োজন ১৬। হওয়ার পথে রয়েছে।’

এটি অনেকের কাছে রহস্যময় হলেও, অনেকেই আচ করতে পেরেছেনএই স্ট্যাটাসের মর্ম। মূলত আলোচনা-সমালোচনা পাশ কাটিয়ে নিজের কাজটি করে যাচ্ছেন নাসুম। বিসিএলের সর্বশেষ দুই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনা। কেননা—দিন শেষে সেরা ফর্মই অনেক কিছুর জবাব।

নাসুমের গাণিতিক পোস্টটি মূলত তার প্রথম শ্রেণির পরিসংখ্যানের সঙ্গে। সর্বশেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের হয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। কঠিন সময়ে তাই নিজেকে উজ্জীবিত করতে হয়তো এই পোস্ট দিয়েছেন তিনি।

তবে এমন ‘রহস্যময় স্ট্যাটাস’ এর সঠিক ব্যাখ্যা শুধুমাত্র এই টাইগার ক্রিকেটারের কাছেই জমা রয়েছে।

এদিকে হাথুরু ইস্যু নিয়ে আইনি নোটিশের পর কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল্যায়ন কমিটির মুখোমুখি হয়েছিলেন নাসুম।

আরও পড়ুন: যে রেকর্ড চাননি তাই এলো মুশফিকের কাঁধে!

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট