Connect with us
ক্রিকেট

হারে বিপিএলের মিশন শেষ নাসিরের ঢাকার

ছবি- গুগল

প্লে-অফ খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিলো ঢাকা ডমিনেটর্সের। তবে জয় দিয়েই এবারের বিপিএল শেষ করতে চেয়েছিল নাসির হোসেনের দল। সেটাও আর হলো না। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাত্র ১১৯ রান তাড়া করতে নেমে ১৫ রানে হারল ঢাকা ডমিনেটর্স।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ২৮ রান তুলতেই হারায় পাঁচ উইকেট। মেহেদী মারুফ ৮, ইরফান শুক্কুর ৭, উন্মক চান্দ শূন্য, আফি ১ ও শুভাগত হোম ১ রান করেন।
এরপর উসমান খান ও জিয়াউর রহমানকে দলকে ১১৮ রানের পুঁজি এনে দেন। ৩০ রান করেন উসমান। আর জিয়াউর রহমানের ব্যাট থেকে আসে ২০ বলে ৩৪ রান।

রান তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন ঢাকার ওপেনার সৌম্য সরকার। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। ওপেনার মামুন ২ রানে ফিরলে ২২ রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকারও। ৭ রান করেন আরিফুল।

পরে অ্যালেক্স ব্ল্যাক ও নাসির হোসেন মিলে দলকে জয়ের দিকেই নিচ্ছিলেন। কিন্তু ১৩ রানে ব্ল্যাক ও ২৪ রানে নাসির ফিরলে ক্রিজে দাঁড়াতেই পারেননি কেউ। হেরে যায় ঢাকা।

আরও পড়ুন: ওমরাহ শেষে ফিরলেন সাকিব, খেলবেন পরের ম্যাচেই

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট