Connect with us
ক্রিকেট

নাফিস ইকবালের বর্তমান অবস্থা জানালেন তিনি নিজেই

নাফিস ইকবাল। ছবি- ফেসবুক

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে চট্টগ্রামের নিজ বাড়িতে ছুটিতে ছিলেন বিসিবির লজিস্টিক্স ম্যানেজার নাফিস ইকবাল। সেখানেই হঠাত গত শুক্রবার স্ট্রোক করেন তিনি। উন্নত চিকিৎসার জন্যে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে আসা হয় নাফিস ইকবালকে। এবার তার শারীরিক অবস্থা কেমন আছে, তিনি জানালেন নিজেই।

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসপাতালের বেডে নিজের শুয়ে থাকা অবস্থার একটি ছবি প্রকাশ করে নাফিস জানান, এখন তিনি ভালো আছেন। পোস্টে তিনি লিখেন, ‘আল্লাহর রহমতে এবং আমার সকল প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি। আলহামদুলিল্লাহ।’

এর আগে প্রথমে নাফিস ইকবাল অনেক মাথাব্যথা এবং দুর্বলতা নিয়ে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক স্ক্যান করানোর পর জানা যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় এক ধরনের ঘটনা ঘটেছে। তখন তাৎক্ষণিকভাবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার ব্যবস্থা করে বিসিবি। এরপর ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন তিনি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তখন বলেছিলেন, ‘নাফিস সেরিব্রেল ভেনাস কম্পোসিস নামের এক সমস্যায় ভুগছে। অর্থাৎ রক্তজমাট বেধেছে তার মস্তিষ্কের ভেনাস অংশে। তবে এখন স্থিতিশীল রয়েছে। যে প্যারামিটারগুলো দেখা হয়, সেগুলো সব ভালো আছে। এখানকার ডাক্তাররা আশা করছে কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।’

শঙ্কার পরিস্থিতি কেটে গেলেও কয়েক সপ্তাহ হাসপাতালেই তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। নাফিস সাবেক টাইগার অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে। যিনি বর্তমান জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের বড় ভাই। নাফিস ইকবালের বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন: এশিয়া কাপে নিজের লক্ষ্যের কথা জানালেন জ্যোতি

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট