Connect with us
ক্রিকেট

আইপিএলের মাঝপথে দেশে ফিরে যাচ্ছেন মুস্তাফিজের এই সতীর্থ

মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন মিশেল মার্শ (ছবি- টুইটার)

সব দেশের তারকা ক্রিকেটাররা আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন। তবে এবার আসরে মাত্র দুই ম্যাচ খেলেই দেশে ফিরে যাচ্ছেন দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমানের সতীর্থ অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিশেল মার্শ।

জানা গেছে, জীবনের নতুন ইনিংস শুরু করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

৮ এপ্রিল বিকেলে নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে দিল্লি। এই ম্যাচের আগেই দলের বোলিং কোচ জেমস হোপস মার্শের দেশে ফিরে যাওয়ার তথ্য নিশ্চিত করেন।

অজি এই কোচ জানান, মার্শকে আগামী কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। সামনেই তার বিয়ে। তবে বিয়ে শেষ করে আবারও সে দলে যোগ দেবে।

এদিকে দিল্লি ক্যাপিটালসে একমাত্র বিদেশি অলরাউন্ডার হলেন মার্শ। তার অনুপস্থিতিতে ব্যাটিং শক্তিশালী করতে দলের একাদশে রাখা হতে পারে ক্যারিবিয়ান রভম্যান পাওয়েলকে।

কারণ অধিনায়ক ডেভিড ওয়ার্নার, রাইলি রুসো ও এনরিখ নর্কিয়া একাদশে থাকছেন এটা প্রায় নিশ্চিত। ফলে টাইগার বোলার মুস্তাফিজের একাদশে না থাকার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন: ব্রাজিলকে হারিয়ে ফিনালিসিমা জিতল ইংল্যান্ড

ক্রিফোস্পোর্টস/০৮এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট