Connect with us
ক্রিকেট

আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ করলেন মুস্তাফিজ

Mustafiz reached a new milestone in IPL
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটে নিয়েছেন ফিজ। ছবি- সংগৃহীত

২০২৪ আইপিএলের উদ্বোধনী ম্যাচে আজ (শুক্রবার) চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানের। আর অভিষেক ম্যাচে বল হাতে তান্ডব চালিয়েছেন মুস্তাফিজুর রহমান।

চেন্নাইয়ে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক ডু প্লেসির ঝড়ে দারুণ শুরু পায় বেঙ্গালুরু। তবে মুস্তাফিজ আক্রমণে আসার পর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই বিধ্বংসী মেজাজে থাকা ডু প্লেসিকে সাজঘরে ফেরান ফিজ। একই ওভারে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা রজত পতিদারকেও ফেরান এই বাঁহাতি পেসার।

টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনের ব্যাটে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বেঙ্গালুরু। তবে নিজের দ্বিতীয় ওভারে আবারো তান্ডব চালান ফিজ। একে একে কোহলি ও গ্রিনকে সাজঘরে ফেরান মুস্তাফিজ।

এরই সাথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ফিজ। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

যদিও পরবর্তীতে আর উইকেট পাননি মুস্তাফিজ। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৯ রান দিয়েছেন তিনি। নামের পাশে ৪ টি উইকেট। আর এটাই আইপিএলে তার সেরা বোলিং ফিগার।

আরও পড়ুন: প্রথম ২ ওভারেই ৪ উইকেট তুলে নিলেন মুস্তাফিজ

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট