Connect with us
ক্রিকেট

পাথিরানার দুঃসংবাদে আইপিএলে কপাল খুলছে মোস্তাফিজের

Matheesha Pathirana and Mustafizur Rahman
মাথিশা পাথিরানা এবং মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

একটা সময় বাংলাদেশ জাতীয় দলে অটো চয়েজ ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে পুরনো সেই ধার এখন আর নেই ফিজের বোলিংয়ে। উইকেট শিকার করতে দিচ্ছেন বাকিদের তুলনায় অধিক রান। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাই বাদ পড়েছিলেন একাদশ থেকে।

আসন্ন আইপিএলে টাইগারদের একমাত্র প্রতিনিধি হিসেবে চেন্নাই সুপার কিংসে খেলবেন মোস্তাফিজ। তার বর্তমান ফর্ম বিচারে আইপিএলে চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল ভক্ত মনে। তবে এবার যেন স্বস্তির সংবাদ পেল বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা।

কেননা চেন্নাই সুপার কিংসের ডেরায় আছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। মোস্তাফিজুর রহমানের দুর্বল ফর্মের কারণে পাথিরানাকেই দলে পেস আক্রমণের মূল অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) পাথিরানার চোটের বিষয়ে জানিয়েছে, তার ইনজুরি থেকে ফিরতে প্রায় ৪-৫ সপ্তাহ লাগতে পারে। লম্বা এই সময় মাঠের বাইরে থাকলে চেন্নাইয়ের হয়ে আইপিএলে শুরুর দিকে বেশ কিছু ম্যাচ মিস করতে যাচ্ছেন এই লঙ্কান পেসার।

এতে করে আইপিএলে প্রথম দিকে কিছু ম্যাচে মোস্তাফিজের খেলা বেশ অনেকটাই নিশ্চিত বলা চলে। কারণ পাথিরানার বিকল্প হিসেবে ফিজের থেকে ভালো অপশন আর দ্বিতীয়টি নেই চেন্নাই শিবিরে। অন্যদিকে চেন্নাইয়ের কোচ ডুয়েন ব্রাভো নিজেও টাইগার পেসারকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

ব্রাভো আগেও বলেছেন, মোস্তাফিজের বোলিংয়ের পেস এবং কাটার চেন্নাইয়ের হোম গ্রাউন্ডের স্লো উইকেটে বেশ কার্যকর হতে পারে। জানা যায় ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই আইপিএলের উদ্দেশ্যে রওনা দেবেন ফিজ। টুর্নামেন্ট শুর আগে ২০ মার্চ চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে মোস্তাফিজের।

আরও পড়ুন: ফিফটি করা ম্যাচে নাসরকে জিতিয়ে যে বার্তা দিলেন রোনালদো

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট