Connect with us
ক্রিকেট

একাত্তর টিভির বিরুদ্ধে মুশফিকের আইনি নোটিশ

Mushfiq's legal notice against Ekattor TV
একাত্তর টিভির বিরুদ্ধে মুশফিকের আইনি নোটিশ। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিকুর রহিম। বিরল এই আউট নিয়ে এরপর শুরু হয় নানান আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত প্রচার হতে থাকে আউটের ভিডিওটিও।

মুশফিকের এই অদ্ভূত আউটটি আলোচনা পেরিয়ে মোড় নেয় ভিন্ন দিকে। টেস্ট চলাকালেই আউটের মধ্যে ফিক্সিংয়ের সন্দেহ খুজে পাওয়া যাচ্ছে বলে একটি প্রতিবেদন প্রচার করে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি । পরবর্তীতে এই প্রতিবেদন সরিয়ে নেওয়া হলেও ইস্যুটি সেখানেই সমাপ্ত হয়নি।

ফিক্সিংয়ের অভিযোগ উঠানোয় এবার ৭১ টিভির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে মুশফিকুর রহিম। তার পক্ষের আইনজীবীরা ৭১ টেলিভিশনকে একটি আইনি নোটিশ পাঠায়। এই আইনি নোটিশ ৪ টি বিষয় উল্লেখ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এর নিষ্পত্তি চেয়েছেন মুশফিকের আইনজীবীরা।

উল্লিখিত চারটি বিষয় নোটিশের ভাষায় তুলে ধরা হলো হলো:

১. অতি সত্ত্বর ইউটিউবসহ অন্যান্য প্লাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অসত্য ও মনগড়া প্রতিবেদনটি সরিয়ে ফেলতে ও সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

২. ভুল ও অসত্য এবং মানহানিকর তথ্য সম্বলিত প্রতিবেদনের জন্য ৭১ টেলিভিশনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাসহ তাদের টিভি চ্যানেলে এই সংক্রান্ত প্রতিবেদন প্রচার করতে বলা হয়েছে।

৩. ৭১ টেলিভিশনকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের এই মনগড়া, ভুল প্রতিবেদনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

৪. সংশ্লিষ্ট প্রতিবেদক সাইফুল রূপককে ভবিষ্যতে এমন অসত্য ও মনগড়া প্রতিবেদন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে মর্মে মুশফিকুর রহিমের নিকট লিখিত ভাবে ৭১ টেলিভিশন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে ।

নোটিশে উল্লেখ করা হয় ৭১ টিভির উক্ত প্রতিবেদনেটি সাংবাদিকতার নীতি-আদর্শ মেনে তৈরি করা হয়নি। যা ৭১ টিভির মতো সুপরিচিত চ্যানেলের কাছ থেকে প্রত্যাশিত নয়। উক্ত প্রতিবেদন দন্ডবিধির ৫০০ ধারায় মানহানির অপরাধ ও সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ২৫ (১) (ক), ২৫ (২) এবং ২৯ ধারায় সাইবার বুলিং এর অপরাধ উল্লেখ করে প্রতিকার না পেলে ফৌজদারি ও ক্ষতিপূরন আদায়ের দেওয়ানী আদালতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

 

আরও পড়ুন: আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশ যুবাদের

ক্রিফোস্পোর্টস/০৯ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট