Connect with us
ফুটবল

মেসি খেলবেন অলিম্পিকে? যা বললেন কোচ মাশ্চেরানো

Messi will play in the Olympics?
একসময়ে মেসির জাতীয় দল ও বার্সেলোনার সঙ্গী মাশ্চেরানো। ছবি- সংগৃহীত

চলতি বছর প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক গেমস। আর্জেন্টিনা ফুটবল দল ইতোমধ্যে জায়গা করে নিয়েছে অলিম্পিকের মূল পর্বে। প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা জায়গা করে নিলে খেলতে পারেন মেসি ও ডি মারিয়া এমন গুঞ্জন অনেক দিনের।

অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। তবে এর বাইরেও তিনজন প্লেয়ার অন্তর্ভুক্ত করা যায়। সেই সুযোগ কাজে লাগাতেই আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানোর ইচ্ছা মেসি খেলবেন অলিম্পিকের এবারের আসরে। মেসির পাশাপাশি ডি মারিয়াও জানিয়েছিলেন অলিম্পিক খেলার ইচ্ছা।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন এর সাক্ষাৎকারে যুব দলের কোচ মাশ্চেরানো জানান, আমি মেসির সাথে এ বিষয়ে কথা বলেছি, মেসি খেলতে পারেন তবে অনেক বাধা আছে। মাশ্চেরানোর মতে, ‘মেসিকে আমরা চাইলেও সেসময় তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। সে মাত্র মায়ামির হয়ে মৌসুম শুরু করেছেন। তার শারীরিক অবস্থা, ক্লাবের ব্যস্ততা সব মিলিয়ে তাকে পাওয়া যায় কি না সেটিই বড় ব্যাপার। সামনে আবার আর্জেন্টিনা কোপা আমেরিকায় খেলবেন। তাই সব বাধা পার করতে পারলে তার জন্য আমাদের দরজা সবসময় খোলা।’

বিশ্বকাপজয়ী দুই তারকা প্যারিস অলিম্পিকে খেলুক, এই ইচ্ছার কথা সবার আগে প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো। যিনি দীর্ঘসময় মেসি-ডি মারিয়াদের সতীর্থ ছিলেন। এক সাথে খেলেছিলেন ২০০৮ বেইজিং অলিম্পিকেও। এ দুজন ছাড়াও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আগ্রহ দেখিয়েছেন অলিম্পিক খেলার প্রতি।।

আরও পড়ুন: যেখানে মেসি-নেইমারদের ছাপিয়ে শীর্ষে রোনালদো 

ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৪/আরআর/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল