Connect with us
ফুটবল

পিএসজিতে মেসির চুক্তি নবায়ন নিয়ে সুখবর পেল ভক্তরা

লিওনেল মেসি। ছবি- গুগল

সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি ফরাসি ক্লাব পিএসজি ছাড়তে পারেন এমন গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই চলছিল। মূলত পিএসজির সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় এমন গুঞ্জন উঠে। এবার পিএসজিতে মেসির চুক্তি নবায়নের বিষয়ে সুখবর পেলেন আর্জেন্টাইন সুপারস্টারের ভক্তরা।

গোলডটকমের এক প্রতিবেদন অনুযায়ী, পিএসজিতে মেসির চুক্তি নবায়ন ইস্যুতে যে গুঞ্জন চলছিল তা এখন অনেকটাই কেটে গেছে। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সঙ্গে বর্তমান চুক্তি নবায়ন ইস্যুতে পিএসজির সঙ্গে আলোচনা চলছে।

বিখ্যাত ক্রীড়া সংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মেসি এই মুহূর্তে শুধুমাত্র পিএসজির সঙ্গেই আলোচনা করছেন। এ বিষয়ে মেসির বাবা হোর্হের সঙ্গেও আলোচনা করেছে ফরাসি ক্লাবটি।

ফ্যাব্রিজিও রোমানো আরও জানান, ‘এটি কেবল একটা প্রাথমিক আলোচনা। সামনের সপ্তাহে চুক্তির বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। সেখানে বেতন ও কত বছরের জন্য চুক্তি; এসব নিয়ে জানা যাবে।’

আরও পড়ুন: যে কারণে পিএসএলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল