Connect with us
ফুটবল

এক মঞ্চেই মেসির হাতে গেল তিন পুরস্কার

তিন পুরস্কার হাতে মেসি (ছবি- মার্কা)

অনিন্দ্য রূপকথার রাজপুত্রের মতোই মেসি জয় করেছেন ফুটবল বিশ্ব। সর্বশেষ কাতার বিশ্বকাপে সোনালি ট্রফিটাও মেসির হাতে ধরা দিয়েছে। তার ফুটবল গ্রেটনেস বাড়িয়ে করেছে সর্বকালের সেরা ফুটবলার।

লিওনেল মেসির জীবনে স্মরণীয় বছর-২০২২ এ এবার আরেকটু রঙ ছড়ালো। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ তারকা।

একমঞ্চেই তিন পুরস্কার;

১. সেরা খেলোয়াড়।
২. সেরা প্লেমেকার।
৩. সেরা গোলদাতা।

আইএফএফএইচএস শুক্রবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্যে জানিয়েছে, একদিন আগে ফ্রান্সের প্যারিসে মেসির হাতে তিনটি পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, আইএফএফএইচএস এর পুরস্কার ইতিহাসে ২০১১ সাল থেকে ১৩টি অ্যাওয়ার্ড জিতেছেন মেসি। এটি সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

অপরদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার স্বীকৃতি ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’ ও জিতেছেন ফুটবলের এ জাদুকর।

আরও পড়ুন: ছবিতে দেখুন, সাকিব–মাশরাফিদের ঈদের দিন

ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল