Connect with us
ক্রিকেট

ম্যাচ প্রিভিউ: কলকাতা-হায়দরাবাদ কে এগিয়ে?

কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচ। ছবি- সংগৃহীত

আইপিএলে চলছে ব্যাটে-বলের ধুন্ধুমার লড়াই৷ গতকাল প্রথম ম্যাচে ঘরের মাঠে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস৷ ম্যাচে একক নৈপুণ্য দেখিয়ে ৪ উইকেট তুলেছেন মুস্তাফিজুর রহমান৷ 

আজ দিনের প্রথম ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিট্যালসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস৷ অন্যদিকে সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে লড়তে হবে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে৷ 

প্যাট কামিন্স বনাম মিচেল স্টার্ক

আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে দর্শকদের জন্য অপেক্ষা করছে দুই অজি তারকার লড়াই৷ নিলামে বিগত ইতিহাসের রেকর্ড ভেঙে চড়া মূল্যে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তাই আজকের ম্যাচে দুই দলের সমর্থকদের বাড়তি নজর থাকবে কামিন্স ও স্টার্কের ওপর৷

Pat Cummins and Michael Starc

প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক

গেল বছর স্বপ্নের মতো কাটিয়েছেন প্যাট কামিন্স৷ তাঁর নেতৃত্ব অ্যাশেজ পুনরুদ্ধারসহ ভারতের মাটিতে বিশ্বকাপ জিতেছে অজিরা৷ কামিন্সের সাফল্যের অন্যতম রসদ ছিলেন মিচেল স্টার্ক৷ বল হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। কামিন্সের নিয়মিত সাফল্যের সূত্র ধরে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়েছে তার ওপর৷ যদিও প্যাট কামিন্সের জন্য ফ্রাঞ্জাইলীগে নেতৃত্ব দেওয়া নতুনই বলা চলে৷ জাতীয় দলে একের পর সাফল্য পাওয়া কামিন্স হায়দরাবাদের হয়ে কেমন করবে সেটাও সময় বলে দিবে৷ 

দুই দলের শক্তিমত্তার হালচাল 

আইপিএলে এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে কলকাতা৷ নিজেদের মধ্যকার ২৫ ম্যাচের ১৬ ম্যাচে জয় পেয়েছে কলকাতা, অন্যদিকে বাকি ৯ ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ। তবে দুই দল গত মৌসুমে প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়৷ পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সকে ৭ নাম্বার ও সানরাইজার্স হায়দরাবাদকে তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয়৷ তবে এবার দুই দলের সামনে রয়েছে দারুণ কিছু করার৷ 

Sunrisers Hyderabad

সানরাইজার্স হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদের দল গঠনে সবচেয়ে বড় বিড়ম্বনায় পড়তে হবে বিদেশী খেলোয়াড়দের নিয়ে৷ দলটিতে ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, প্যাট কামিন্সসহ মোট ৮জন বড় তারকা রয়েছেন৷ তবে ইডেন গার্ডেনের ব্যাটিং সহায়ক পিচকে মাথায় রেখে ব্যাটিং লাইনে বেশি জোর দিতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। ফলে ট্রাভিস হেড, এডউইন মার্করাম ও হেনরিখ ক্লাসেন–তিনজনকেই খেলাতে পারে হায়দরাবাদ। গত বছর সেঞ্চুরি পাওয়া হেনরিখ ক্লাসেন চলতি মৌসুমেও আলো ছড়াতে পারে।  সম্প্রতি দারুণ ছন্দে রয়েছে তার ব্যাট৷

Kolkata Knight Riders

কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে শক্তির জায়গা দলটির দুই অভিজ্ঞ ক্যারিবীয়ান ক্রিকেটার সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। টি-টোয়েন্টি ক্রিকেটের তাদের আধিপত্য কার না জানা! চোটের কারণে গত মৌসুমে না থাকা শ্রেয়াস আয়ার ফিরেছেন নাইট স্কোয়াডে৷ সেদিক থেকে মিডল অর্ডারে চিন্তামুক্ত থাকতে পারে কলকাতা৷ 

যেমন হতে পারে প্লেইং ইলেভেন- 

কলকাতা নাইট রাইডার্স: রাহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আয়ার, শেয়ার্স আয়ার, নিতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, মিচেল স্টার্ক, চেতেন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, অভিনব অরোরা৷

সানরাইজার্স হায়দরাবাদ: মায়াঙ্ক আগারওয়াল, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স, ভুবেনশ্বর কুমার, নটরাজন, উমরান মালিক, মায়াঙ্ক মারকান্দে৷  

আরও পড়ুন: আইপিএল ২৪: দিল্লি-পাঞ্জাব ও কলকাতা-হায়দরাবাদ ম্যাচ আজ

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/টিএইচ/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট