Connect with us
ক্রিকেট

বিদেশি লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বর্তমানে খেলছেন শুধু ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি লিগ। এবার যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার।

আজ সোমবার টুর্নামেন্টের ড্রাফট থেকে মাশরাফিকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দল ডেট্রয়েট ফ্যালকনস।একই দলে তার সতীর্থ হিসেবে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাক। আজ সকালেই সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছিল ফ্যালকনস।

যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের একই দলে মাশরাফি-রাজ্জাক ছাড়াও আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দিনেশ রামদিন, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।

এই ডেট্রয়েট ফ্যালকনস ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে ছিল সিলেট স্ট্রাইকার্স দল। সেই দলের হয়ে দুই বছর বিপিএল মাতিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। গেল আসরে বিপিএলে সুযোগ পেলেও চোট এবং বাজে পারফরম্যান্সে দল ছেড়েছিলেন টুর্নামেন্টের মাঝ পথেই।

সবশেষ গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন মাশরাফি। এবার যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্স দিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হবে আগামী ৮ নভেম্বর। ছয় দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ নভেম্বর।

আরও পড়ুন: সারের হয়ে অভিষেকের দিনে দুর্দান্ত সাকিব, পেলেন উইকেট

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট