Connect with us
অন্যান্য

দেশের টেনিস ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন মাসফিয়া

মাসফিয়া আফরিন। ছবি- সংগৃহীত

টেনিসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হিসেবে গণ্য করা হয় গ্র‍্যান্ড স্লামকে। প্রতিবছর বছর চারটি ভিন্ন জায়গায় হয়ে থাকে এই টুর্নামেন্ট। এই গ্র‍্যান্ড স্লামগুলোতে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পান গোল্ড ব্যাজধারী রেফারিরা। তবে বাংলাদেশে নেই সেই মানের কোন টেনিস রেফারি।

গোল্ড ব্যাচ অর্জনের প্রথম ধাপ হল হোয়াইট ব্যাজ অর্জন করা। এবার বাংলাদেশের টেনিস ইতিহাসে প্রথম রেফারি হিসেবে হোয়াইট ব্যাজ অর্জন করেছেন মাসফিয়া আফরিন। হোয়াইট ব্যাজ আন্তর্জাতিক টেনিস রেফারিংয়ের প্রাথমিক ধাপ। এরপর পর্যায়ক্রমে সিলভার ও গোল্ডেন ব্যাজ অর্জন করে থাকেন রেফারিরা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে গেল ২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের স্বীকৃতি প্রাপ্ত ‘আইটিএফ হোয়াইট ব্যাজ স্কুল’ অনুষ্ঠিত হয়। সেখানেই আন্তর্জাতিক রেফারি হওয়ার প্রথম ধাপ সম্পন্ন করেছেন মাসফিয়া। মাত্র ১৮ বছর বয়সে হোয়াইট ব্যাজের স্বীকৃতি পেয়ে ইতিহাস গড়েছেন তিনি।

হোয়াইট ব্যাজ স্বীকৃতি পাওয়ায় আইটিএফ অনুমোদিত বিভিন্ন প্রতিযোগিতা এখন পরিচালনা করতে পারবেন মাসফিয়া। এর আগে ভারতের কলকাতা ও দিল্লিতে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সহকারি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাসফিয়া। সেই পারফরম্যান্স বিবেচনায়  মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ হয় তার।

আরও পড়ুন: দেশে ফেরার আগে পার্পল ক্যাপ ফিরে পাবেন মুস্তাফিজ?

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য