Connect with us
ফুটবল

হাডার্সফিল্ডের জালে গুনে গুনে পাঁচ গোল দিলো ম্যানসিটি

CRIFO MANCTY FA CUP
ম্যানচেস্টার সিটিকে জেতানোর ম্যাচে দারুণ গোল করেন জুলিয়ান আলভারেজ। ছবি- স্কাই স্পোর্টস

ইংলিশ এফএ কাপে বিশাল জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে পুঁচকে দল হাডার্সফিল্ডকে নিয়ে রীতিম ছেলেখেলা করেছে ম্যানসিটি। ম্যাচের ৩৩ মিনিট থেকে শুরু করে ৭৪ মিনিট পর্যন্ত গোলের ধারা বইয়ে দিয়েছে সিটিজেনরা। রবিবার (৭ জানুয়ারি) রাতের আল ইত্তেহাদ মাঠে ৫-০ গোলে জিতেছে ম্যানসিটি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে পেপ গার্দিওলার শিষ্যরা। রাত আটটায় ষুরু হওয়া ম্যাচের শুরুর গোলটি আসে ফিল ফোডেনের পা থেকে। ৩৫ মিনিটে প্রথম গোল পাওয়া ফোডেন ৬৫ মিনিটে আরও একটি গোল করেন।

এর মাঝে ৩৭ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন জুলিয়ান আলভারেজ। নুনে এবং ফোডেনের ওয়ান টু ওয়ান পাসে আসা বল পান রিকো লুইস। সেখান থেকে গুড পজিশনে থাকা আলভারেজ বল পেয়ে পাঠিয়ে দেন হাডার্সফিল্ডের জালে।

ম্যানচেস্টার সিটিকে জেতানোর ম্যাচে জোড়া গোল করেন ফিল ফোডেন। ছবি- স্কাই স্পোর্টস

ম্যানচেস্টার সিটিকে জেতানোর ম্যাচে জোড়া গোল করেন ফিল ফোডেন। ছবি- স্কাই স্পোর্টস

২-০ স্কোরলাইনে বিরতি যায় ম্যানসিটি ও হাডার্সফিল্ড। বিরতির ফিরে এসে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আলভারেজরা। তবে আক্রমণ সামাল দিতে গিয়ে ৫৮ মিনিটে নিজেদের জালে বল পাঠান হাডার্সফিল্ডের ইংলিশ ডিফেন্ডার বেন জ্যাকসন। স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

ফিল ফোডেন ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে এক হালি গোলের কোটা পূরণ করেন। কর্নার কিক থেকে ডি ব্রুইনের থেকে আসা বল পান গোমেজ। সেখান থেকে বল পান কোবাচিচ। ছোট্ট পাসে পেনাল্টি এরিয়ায় থাকা ফোডেন বল পেয়ে আর ভুল করেননি।

ম্যাচের ৭৪ মিনিটে হাডার্সফিল্ডের জালে শেষ বলটি পাঠান বেলজিয়ামের ফরোয়ার্ড জেরেমি ডোকু। কেভিন ডি ব্রুইনের সহায়তায় হাডার্সফিল্ডের জালে বল পাঠিয়ে উৎসবে মাতেন তিনি। আর সিটির হয়ে পূর্ণ হয় ৫ গোলের কোটা।

লুইস ডিয়াজকে নিয়ে ইয়ুর্গেন ক্লপের উল্লাস। ছবি- লিভারপুল.কম

লুইস ডিয়াজকে নিয়ে ইয়ুর্গেন ক্লপের উল্লাস। ছবি- লিভারপুল.কম

এফএ কাপে দিনের অন্য ম্যাচে আর্সেনালের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল। ৮০ মিনিট পর্যন্ত সমতায় থাকা ম্যাচে হঠাৎ নিজেদের জালে বল জড়িয়ে আর্সেনালকে পিছিয়ে দেন জ্যাকব কিবিয়ের। আর ম্যাচ শেষ হওযার একটু আগে যোগ সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুন করে লুইস ডিয়াজ।

আরও পড়ুন: নেইমার-ভিনিদের কোচ হওয়ার দৌড়ে যিনি সবচেয়ে এগিয়ে

ক্রিফোস্পোর্টস/০৮জানুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল