Connect with us
ফুটবল

ট্রেবল জয়ের পরে উয়েফা সুপার কাপও জিতলো ম্যানসিটি

সিটির জয়
উয়েফা সুপার কাপ জেতার পরে গার্দিওয়ালা বাহিনীর উল্লাস। ছবি-গুগল

পেপ গার্দিওলার হাত ধরে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এবার ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে গ্রিসের জর্জিওস কারাইস্কাকিস স্টেডিয়ামে সেভিয়াকে টাইব্রেকারে হারিয়ে ও জিতে নিল ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপা লিগ জয়ী ক্লাবের ম্যাচ দিয়ে মৌসুম শুরু হয় ইউরোপিয়ান ফুটবলের। ব্যতিক্রম হলো না এবারও। তবে, মৌসুমের শুরুতে শেফিল্ড শিল্ডে আর্সেনালের বিপক্ষে ওই হারের পর উয়েফা সুপার কাপও হারানোর শঙ্কায় ছিল পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানসিটি অবশ্য খাতা-কলমে অবশ্যই এগিয়েছিল ইউরোপাজয়ী সেভিয়ার চেয়ে। তবে মাঠের লড়াইয়ে সিটিকে বিন্দুমাত্র ছাড় দেয়নি সেভিয়া।

ম্যাচের ২৫তম মিনিটে গোল করে সেভিয়াকে এগিয়ে দেন ইউসুফ এন-নাসিরি। মার্কোস আকুনার ক্রস থেকে ডি-বক্সে লাফিয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন মরক্কোর এই ফরোয়ার্ড।

ম্যানসিটির হয়ে কোল পামারের একমাত্র গোল সিটিকে সমতায় ফিরিয়ে টাইব্রেকারে নিয়ে যায়। ছবি-ইএসপিএন

দ্বিতীয়ার্ধে কোল পালমার এর গোলেদ সমতায় ফেরে সিটি। ৬৩তম মিনিটে রদ্রির ক্রস থেকে নিখুঁত এক হেডে বল জালে পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড।

অতিরিক্ত সময়েও আর গোল না হওয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। শুটআউটে নিজেদের পাঁচটি শট থেকেই গোল আদায় করে নেন সিটির আর্লিং হালান্ড, হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার।

সেভিয়ার পক্ষেও প্রথম চারটি শটে লক্ষ্যভেদ করেন লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিতিচ ও গঞ্জালো মন্তিয়েল। তবে নেমানিয়া গোদেলের নেওয়া পঞ্চম শট ক্রসবারে লাগলে জয় নিশ্চিত হয় সিটির।

আরও পড়ুনঃ রোনালদোর প্রশংসা করে যা বললেন নেইমার

ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল