Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে বাংলাদেশ একাদশে থাকছেন মাহমুদুল্লাহ?

Mahmudullah
মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে আগামীকাল (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ। চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ টানা দুই ম্যাচে জয় পাওয়া নিউজিল্যান্ড।

শুক্রবারের ম্যাচকে সামনে রেখে টাইগারদের একাদশে যে পরিবর্তন আসতে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত। গত ম্যাচে দলে না থাকা মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন এ ম্যাচে? ধারণা করা হচ্ছে, প্রথম দুই ম্যাচে টানা ব্যর্থ হওয়া ওপেনার তানজিদ তামিম বাদ পড়তে যাচ্ছেন একাদশ থেকে।

চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ। বিশ্বকাপে এখন পর্যন্ত শুধু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচই এ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সে ম্যাচে ভারতের স্পিনারদের সামনে অজিদের অসহায় আত্মসমর্পণ দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব।

তাই চেন্নাইয়ের এই স্পিন সহায়ক পিচে বাংলাদেশেরও লক্ষ্য থাকবে স্পিনারদের দিয়ে কিউইদের ঘায়েল করার। ধারণা করা হচ্ছে, আগামীকালের ম্যাচে চার জন স্পিনার ও দুই জন পেসারকে নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের ভাবনায় তাসকিন আহমেদকে বসিয়ে নাসুম আহমেদকে সুযোগ দেয়ার ভাবনা রয়েছে।

মাহমুদুল্লাহ রিয়াদ দলে ঢুকলে অফ ফর্মে থাকা ওপেনার তানজিদ তামিম দলে জায়গা হারাতে পারেন। সেক্ষেত্রে মেহেদী মিরাজকে লিটন দাসের সাথে ওপেনিং এ দেখা যেতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্পিন কেন্দ্রিক ছক কোষেছিল টাইগার টিম ম্যানেজমেন্ট। সে ম্যাচে ইংলিশদের আটকাতে ব্যর্থ হলেও ৪ উইকেট তুলে নিয়ে নিজের জায়গা ঠিকই পোক্ত করেছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তাই কিউইদের বিপক্ষে শেখ মেহেদীও যে দলে থাকছেন তা এক প্রকার নিশ্চিত।

বর্তমানে দুই ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ দুই পয়েন্ট। দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট অর্জন করা দলগুলোর মধ্যে বাংলাদেশেরই নেট রান রেট সব থেকে কম। তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে কাল কিউইদের বিপক্ষে শুধু জয় পেলেই হবে না, নেট রান রেটও যেন বাড়ে সেদিকে নজর রাখতে হবে টাইগারদের।

এই নেট রান রেট এর জন্যই ২০১১ বিশ্বকাপে কোয়ার্টারে খেলা হয়নি লাল সবুজ বাহিনীর। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানেরও একই ভাবে জায়গা হারাতে হয়েছিল।

আরও পড়ুন: মেসির পাশে বাংলাদেশের সাজ্জাদ

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৩/এসএম/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট