Connect with us
ক্রিকেট

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, নেই তামিম

Tamim Iqbal-Mahmudullah Riyad
তামিম বাদ পড়লেও ওয়ানডে চুক্তিতে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে আজ (১২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির পরিচালনা বোর্ডের নবম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক, অধিনায়ক এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা করা হয়েছে।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বিসিবি।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাট মিলিয়ে আগামী ১ বছরের জন্য জায়গা পেয়েছেন ২১ জন ক্রিকেটার। যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।

তিন ফরম্যাটের চুক্তিতেই রয়েছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেদেহী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।

চুক্তি থেকে বাদ পরার শঙ্কায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ওয়ানডে চুক্তিতে। তবে টি-টোয়েন্টি চুক্তিতে তাকে রাখেনি বিসিবি।

এদিকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। চুক্তি থেকে তার বাদ পড়া নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। এছাড়া বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইবাদত হোসেন।

একনজরে কেন্দ্রীয় চুক্তির তালিকা (২০২৪) 

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।

টেস্ট: মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, জাকির হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও নাইম হাসান।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।

ওয়ানডে ও টি-২০: তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আরও পড়ুন: নান্নু আউট লিপু ইন, সব ফরম্যাটের অধিনায়ক শান্ত 

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৪/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট