Connect with us
ক্রিকেট

ফটোসেশনে আসেননি লিটন, কারণ জানাল কুমিল্লা

Liton Das Comilla Victorians
কুমিল্লার অধিনায়ক লিটন দাস। ছবি- সংগৃহীত

ফাইনালের মধ্য দিয়ে কাল পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আসরের সফলতম দল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং   এখনো বিপিএলে শিরোপার স্বাদ না পাওয়া ফরচুন বরিশাল। ফাইনাল ম্যাচের আগে আজ (বৃহস্পতিবার) পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলে হয়ে গেল বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। 

তবে নিয়ম মাফিক ট্রফি নিয়ে ফটোসেশনে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা ফরচুন বরিশাল দুই দলের কোন অধিনায়কই উপস্থিত ছিলেন না। তামিমের বদলে বরিশালের হয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মেহেদী মিরাজ, আর লিটনের জায়গায় আনুষ্ঠানিকতা সারেন কুমিল্লার ব্যাটসম্যান জাকের আলী। এই দু’জনই অধিনায়কদের বদলে প্রতিনিধি হিসেবে আহসান মঞ্জিলে উপস্থিত হন।

ম্যাচের আগের দিন দীর্ঘ ভ্রমণ ক্লান্তি এড়াতেই লিটন ফটোসেশনে উপস্থিত হননি বলে জানিয়েছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ভ্রমণের কারণে ম্যাচে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন ভিক্টোরিয়ান্স কোচ।

বিষয়টি নিয়ে সালাউদ্দনির বলেন, ‘ট্রফির সাথে ফটোসেশনের থেকে ট্রফি জয়ের প্রস্তুতি সেড়ে ফেলাটা আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ। এটা অবিচার কি না জানি না তবে কাল আমাদের ফাইনাল ম্যাচ। এই পরিস্থিতিতে আমার অধিনায়ক সকালে ঘুম থেকে উঠে আড়াই-তিন ঘণ্টা জার্নি করে সেখানে যাবে এবং আসবে। এর থেকে প্রস্তুতি নেয়াটা আমাদের আরও বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে তামিম ইকবালও আজকের ফটোসেশনে আসতে না পারার ব্যাখ্যা দিয়েছেন। কারণ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে একটি স্ট্যাটাস দিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম না আসতে পারায় সেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: বিপিএলের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন দল কত পাবে? 

ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট