Connect with us
ক্রিকেট

আইপিএলে আলোচিত কোয়েনা মাফাকা, কে এই ক্রিকেটার?

Kwena Maphaka IPL
মুম্বাইয়ের হয়ে অভিষেক ম্যাচে কোয়েনা মাফাকা। ছবি- সংগৃহীত

আইপিএল আঙিনায় এখন অন্যতম আলোচিত নাম কোয়েনা মাফাকা৷ অবশ্য একটু ভিন্ন আঙ্গিকে আলোচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকাণ এই তরুণ পেসার৷ সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার রান উৎসবের ম্যাচে আলোচনায় আসেন তিনি৷ এ ম্যাচ দিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগেও অভিষেক হয় মাফাকার৷

অবশ্য অভিষেকটা একেবারে ভুলে যেতে চাইবেন তিনি। আইপিএলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ডের তালিকায় যুক্ত হয়েছে তাঁর নাম। অথচ অভিষেকটা স্বপ্নের মতো রাঙানোর কথা ছিল। কেননা সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জানান দিয়েছিলেন তিনি৷

তাঁকে বলা হয় দক্ষিণ আফ্রিকার ‘নতুন’ কাগিসো রাবাদা৷ বল হাতে গতি ও সুইং মিলিয়ে এক কমপ্লিট প্যাকেজ মাফাকা৷ টুর্নামেন্টে ৭ ম্যাচে ৩.৮১ ইকোনমিতে তিনি উইকেট তুলেছেন ২১ উইকেট৷ এর মধ্যে তিনবার নিয়েছেন পাঁচ উইকেট৷ টুর্নামেন্টজুড়ে আফ্রিকার একমাত্র আবিষ্কার এই পেসার, তাই তো টুর্নামেন্ট সেরার পুরষ্কারটাও গিয়েছে তাঁর দখলে৷ এমন সম্ভাবনাময় পেসারের আইপিএলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো৷

Kwena Maphaka SA

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে কোয়েনা মাফাকা। ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সাথে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি লিগ আইপিএলের যে বিস্তর ফারাক সেটাই যেন প্রমাণ করলেন মাফাকা৷

সানরাইজার্স হায়দরবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ইনিংস মিলিয়ে রান উঠে মোট ৫২৩, যা আইপিএলে ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ।

আগে ব্যাট করে হায়দরাবাদের তোলা ২৭৭ রানও আইপিএলে এক ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড। হায়দরাবাদের রেকর্ড গড়ার দিনে স্বদেশী হেনরিখ ক্লাসেন ও এডডেন মার্করামের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন মাফাকা৷ টুর্নামেন্টের অভিষেক ম্যাচে বিনা উইকেটে ৪ ওভারে দেন ৬৬ রান।

মাফাকার আইপিএলে ডাক পাওয়াও ছিল একরকম নাটকীয়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে পড়েন। তাঁর জায়গা পূরণে মাফাকাকে বেছে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়ানো মাফাকা আইপিএলে এসেই ছন্দ পতন হয়৷

আইপিএলে বিদেশি বোলারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ডটি এত দিন ছিল আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানের দখলে। ২০১৯ সালে পাঞ্জাব কিংসের হয়ে হায়দরাবাদের বিপক্ষেই ৪ ওভারে ৬৬ রান দিয়েছিলেন তিনি৷

তাঁর সেই ‘ভুলে যাওয়ার মতো’ রেকর্ডে ভাগ বসিয়েছেন মাফাকা। এমনকি আইপিএল অভিষেকে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ডও ভেঙেছেন মাফাকা। ভেঙেছেন আশিষ নেহরার রেকর্ড। ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অভিষেকে ৪ ওভারে ৪৫ রান দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের আশিষ নেহরা৷ এবার অভিষেক ম্যাচ দিয়ে তাঁকেও ছাড়িয়ে গেলেন ১৭ বছর বয়সী কোয়েনা মাফাকা৷

আরও পড়ুন: আইপিএলের ‘ছক্কা-মেশিন’ হেনরিখ ক্লাসেন 

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট