Connect with us
ফুটবল

লিভারপুলের দুর্দান্ত ফর্মের রহস্য জানালেন ক্লপ

klopp and liverpool
ইউর্গেন ক্লপ। ছবি- সংগৃহীত

লিভারপুলের হয়ে ক্লপের শেষ মৌসুমে রীতিমতো উড়ছে রেডসরা। অথচ গত কয়েক মাস ধরেই ইনজুরির কবলে আক্রান্ত দলের বেশ কয়েকজন তারকা ফুটবলার। ফলে অনেক তারকাকেই নিয়মিত দলে পাচ্ছে না ইংলিশ ক্লাবটি। এরপরও সম্ভাব্য সব কয়টি প্রতিযোগিতায় শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ইউর্গেন ক্লপের শীষ্যরা।

বর্তমানে প্রিমিয়ার লিগে দলটির অবস্থান পয়েন্ট টেবিলের দুই নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সমান ম্যাচে সমান ৬৪ পয়েন্ট থাকার পরও শুধু গোল পার্থক্যের কারণে টেবিলের দুইয়ে আছে তারা। ইউরোপা লিগের স্বপ্নও এখনো বেঁচে আছে। কিছু দিন আগেই তো চেলসিকে হারিয়ে ক্যারাবাও কাপ ঘরে তুললো রেডসরা। আর আজ এফএ কাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রাত সাড়ে নয় টায় সালাহদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে ক্লপ নিজেই প্রকাশ করলেন, এমন চোটাক্রান্ত স্কোয়াড নিয়েও তার দল কিভাবে এমন দুর্দান্ত খেলে যাচ্ছে। গণমাধ্যমকে এই জার্মান ম্যানেজার বলেন, আমাদের দলে অবশ্যই অনেক অভিজ্ঞ খেলোয়াড়েরা রয়েছেন। এরপরও আমরা এসব প্রতিবন্ধকতায় আটকাচ্ছি না কারণটা আমাদের দলের খেলার ধরনের কারণে। পরিস্থিতি যেমনই হোক, আমরা পুরো মৌসুমে আমাদের খেলার ধরণে কোন পরিবর্তন করিনি।

আরও পড়ুন:

» আনচেলত্তির ডাবল সেঞ্চুরিতে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ

» মেসিকে নিয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

আমরা মাঠে যেভাবে খেলি, মাঠের বাইরেও সেভাবেই অনুশীলন করি। তাই স্কোয়াডের সবাই নিয়মিত খেলার সুযোগ না পেলেও তারা যখনই মাঠে নামে, বাকিদের সঙ্গে বোঝাপড়ায় তেমন সমস্যা হয় না। পুরো মৌসুমেই আমরা এভাবেই খেলে আসছি। আর এটা আমাদের জন্য অনেক কার্যকরীও হয়েছে।

আজ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায় মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল। খেলাটি হবে রেড ডেভিলদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে।

উল্লেখ্য, কিছু দিন আগে লিভারপুল ম্যানেজার ক্লপ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিলেন, প্রায় এক দশকের সম্পর্কের ইতি ঘটিয়ে চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। তাই এটাই হতে চলেছে রেডসদের ডাগআউটে ক্লপের শেষ মৌসুম।

আরও পড়ুন: মেসি না থাকায় সুয়ারেজের চমক দেখলো মায়ামি

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৪/এসএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল