Connect with us
ক্রিকেট

বুমরাহকে নিজের থেকে ভালো বোলার বললেন কাপিল দেব

বুমরাহকে নিয়ে কথা বললেন কাপিল দেব। ছবি- সংগৃহীত

ভারতের বোলিং আক্রমণের অন্যতম হাতিয়ার জাসপ্রীত বুমরাহ। বেশ কিছুদিন চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন আইপিএল দিয়ে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছিলেন ভারতের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। এরপর বিশ্বকাপে এসেও নিজের ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখেছেন এই ভারতীয় পেসার। এবার তার প্রশংসা করলেন সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কাপিল দেব।

ইংলিশদের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকার দেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। যেখানে তার কণ্ঠে প্রশংসা ঝরেছে বুমরাহকে নিয়ে, ‘সে (বুমরাহ) আমার চেয়ে ১০০০ গুণ ভালো। এখনকার এই তরুণ ছেলেরা আমাদের চেয়ে অনেক ভালো। আমাদের অভিজ্ঞতা বেশি ছিল। কিন্তু তারা অধিক ভালো। অসাধারণ এবং তারা অনেক পরিশ্রমীও।’

কাপিল দেব বুমরাহের অতিরিক্ত প্রশংসা করেছেন বলে মনে হলেও পরিসংখ্যান কথা বলছে এর সত্যতার পক্ষে। যেখানে তাদের দুজনের বোলিং পরিসংখ্যান হিসেব করলে কাউকেই পিছিয়ে রাখার সুযোগ নেই। তবে অভিজ্ঞতার দিক থেকে কাপিল দেব অনেক এগিয়ে থাকবেন বুমরাহর তুলনায়। তাই তাদের পরিসংখ্যান তুলনা করলে পাওয়া যাবে না শতভাগ সঠিক তথ্য।

যেমন টেস্ট ক্যারিয়ারে ডানহাতি পেসার কাপিল প্রায় ২৯ গড়ে নিয়েছেন ৪৩৪ উইকেট। অন্যদিকে বুমরাহ লাল বলে ২০ গড়ে শিকার ১৫৯ উইকেট। ওয়ানডেতে কাপিলের ২৫৩ উইকেটের বিপরীতে বুমরাহর রয়েছে ১৪৯ উইকেট। একদিনের ক্রিকেটে কপিলের বোলিং গড় যেখানে ২৭.৪৫, বুমরাহর ২৩.৫৫। এ ছাড়া ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট সংখ্যা ৮৫টি। 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে অসাধারণ ফর্মে রয়েছেন বুমরাহ। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৩ ওভার বল করে তিনি শিকার করেছেন ১১ উইকেট। তবে নজর কেড়েছেন ভীষণ কিপটে বোলিং করে। দলের হয়ে ধারাবাহিক উইকেট শিকারের পাশাপাশি ওভারপ্রতি তিনি রান দিয়েছেন মাত্র ৪.০৮ ইকোনমি রেটে ।

আরও পড়ুন: রোনালদোর ব্যবহারে মুগ্ধ জর্জিয়াকে জেতানো কাভিচা

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট