Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বললেন ভারতের বোলিং কোচ

team bangladesh
সাকিব-মিরাজ। ছবি- সংগৃহীত

রাত পেরোলেই কাল বিশ্বকাপ মহারণে মাঠে নামবে ভারত-বাংলাদেশ। আগে ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ চরমে উঠে যেতো। এখন সেখানে আরো একটি ম্যাচ যোগ হয়েছে, সেটা ভারত-বাংলাদেশ লড়াই। যদিও বাংলাদেশ থেকে ভারত সব দিক থেকেই এগিয়ে রয়েছে তবে বাংলাদেশকে কোনোভাবেই হালকা নজরে দেখছে না ভারতের বোলিং কোচ পরশ মামব্রে।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হন ভারতের বোলিং কোচ পরশ। সেখানে বাংলাদেশকে নিয়ে ভারত বাড়তি সতর্ক থাকবে কি না এ বিষয়ে জিজ্ঞেস করা হলে উত্তরে পরশ বলেন, বিশ্বকাপে কোনো দলকে হালকাভাবে নেয়ার কিছু নেই। এখানে যে কোন দল যে কাউকে হারিয়ে দিতে পারে। বিশ্বকাপে প্রতিটি দলই প্রতিপক্ষকে চ্যালেন্জ জানানোর সামর্থ্য রাখে। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হোক কিংবা নেদারল্যান্ডস, আমরা সব দলকেই গুরুত্ব সহকারে দেখছি।

তিনি আরো যোগ করেন, বিশ্বকাপে আমরাই একমাত্র দল যারা নয়টি দলের বিপক্ষে নয়টি আলাদা ভেন্যুতে খেলবো। এটা আমাদের জন্য চ্যালেন্জ হিসেবে কাজ করবে এবং আমরাও এর জন্য নিজেদের প্রস্তুত করছি।

ভারতকে যদি বাংলাদেশ হারিয়ে দেয় সেটা ‘আপসেট’ হবে কি না এমন প্রশ্নে পরশের উত্তর, আমরা আপসেটের বিষয় নিয়ে ভাবছিই না। আমরা আমাদের পরিকল্পনার উপর নজর রাখছি। ম্যাচে পরিকল্পনা অনুযায়ী যারা নিজেদের সক্ষমতার পুরোপুরি প্রয়োগ করতে পারবে তারাই জিতবে। আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা জিতবো। ক্রিকেটে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। আগেও যেমন বলেছি সব প্রতিপক্ষই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা দলের মধ্যে আমাদের পরিকল্পনা নিয়েই আলোচনা করছি।

উল্লেখ্য, বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত রীতিমতো উড়ছে। প্রথম তিন ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে বিরাট-রোহিতরা। অপর দিকে মুদ্রার দুই পিঠই দেখে ফেলেছে বাংলাদেশ। আফগানদের হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে।

তবে ভারতের বিপক্ষে ম্যাচ বলেই কিছুটা হলেও আশায় বুক বাঁধছে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত। কেননা টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলা গত চার ম্যাচের মধ্যে তিনটিই জিতেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় ভারতকে কতটুকু চ্যালেন্জ জানাতে পারে সাকিব-লিটনরা।

আরও পড়ুন: স্ক্যান করতে হাসপাতালে সাকিব, খেলতে পারবেন?

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট