Connect with us
ক্রিকেট

এক ম্যাচ হাতে রেখেই ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ভারত

India won 4th test against England
ভারতের জয় উৎসব। ছবি- ইএসপিএন

রাঁচি টেস্টর চতুর্থ দিন আজ ইংলিশদের পরাজিত করেছে ভারত। এতে করে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত-শুভমান গিলের অর্ধশতকে ভর করে ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত।

তৃতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের বোলিং ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। প্রথম ইনিংসে সাড়ে তিনশর বেশি রান করা ইংলিশরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৪৫ রান করেই। এতে করে সিরিজ জিততে ১৯২ রানের সহজ লক্ষ্য পায় স্বাগতিক ভারত।

গতকাল ৪৬ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল সফরকারী ইংল্যান্ড। তবে প্রথম ইনিংসের মতো বড় সংগ্রহের পথে হাঁটতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে নিজেদের স্কোরবোর্ডে ১০ উইকেট হারিয়ে মাত্র ১৪৫ রান তুলতে সক্ষম হয় বেন স্টোকসের দল।

এদিন ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রাউলির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান যোগ করেছেন জনি বেয়ারস্টো। এরপর বেন ফোক্স ছাড়া আর কেউ পৌঁছাতে পারেননি দুই অংকের ঘরে। মূলত অশ্বিন ও কুলদীপ যাদবের বের বোলিং নৈপুণ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশদের ব্যাটিং অর্ডার। 

দ্বিতীয় ইনিংসের বোলিংয়ে ভারতের হয়ে ৫১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন রবিচন্দ্রন আশ্বিন। অন্যপ্রান্ত থেকে তাকে সমানতালে সঙ্গ দিয়ে যান কুলদীপ যাদব। ২২ রান খরচায় তিনি তুলে নেন ৪ উইকেট। এতে করে দেড়শ রানের আগে গুটিয়ে গিয়ে ভারতকে ১৯২ রানের সহজ লক্ষ্য ছুড়ে দেয় ইংলিশরা।

ছোট লক্ষ্য তারা করতে নেমে দারুন শুরু পায় স্বাগতিক ভারত। যশস্বী জয়সওয়ালকে সঙ্গে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত ৩৭ রান করে জো রুটের বলে ক্যাচ দিয়ে জয়সওয়াল সাজঘরে ফিরলে ভাঙ্গে ওপেনিং জুটি। তবে নিজের ১৭তম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন রোহিত শর্মা।

এরপর ১২০ রানের মধ্যে দ্রুত পাঁচ উইকেট পড়ে গেলে কিছুটা চাপে পড়ে ভারত। তবে ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শুভমান গিল। তাদের অপরাজিত ৭২ রানের জুটিতে আর কোন উইকেট না হারিয়ে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই ম্যাচে শুভমান গিল তুলে নিয়েছেন নিজের ষষ্ঠ টেস্ট অর্ধশতক।

অভিষেকের পর টানা তিন ইনিংসে রান পেয়েছেন ধ্রুব জুরেল। প্রথম ইনিংসে থেমেছিলেন শতকের কাছাকাছি গিয়ে। দ্বিতীয় ইনিংস এবার অপরাজিত ৩৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এর আগে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি খেলেছিলেন ৪৬ রানের একটি ইনিংস।

উল্লেখ্য, রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ৩৫৩ রানের সংগ্রহ পেয়েছিল সফরকারী ইংল্যান্ড। যেখানে ম্যাচের একমাত্র সেঞ্চুরি করেছিলেন জো রুট। জবাবে ৩০৭ রান করেই গুটিয়ে যায় ভারত। ৪৬ রানের লিড নিয়েও স্বাগতিকদের বড় টার্গেট ছুড়ে দিতে ব্যর্থ হয় ইংলিশরা। এতে করে ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ ও সিরিজ উভয়ই জিতে নেয় ভারত।

আরও পড়ুন: চেলসিকে হারিয়ে লিগ কাপের চ্যাম্পিয়ন লিভারপুল

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট