Connect with us
ক্রিকেট

সাদা পোশাকে অস্ট্রেলিয়ার সিংহাসন কেড়ে নিল ভারত

ভারতীয় ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের লোগো।

সাদা পোশাকের ক্রিকেটে প্রায় দেড় বছরের রাজত্ব ভারতের কাছে হারিয়েছে অস্ট্রেলিয়া। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মাঠে গড়ানোর আগেই অজিদের সিংহাসন কেড়ে নিয়েছে টিম ইন্ডিয়া।

বার্ষিক হালনাগাদ করা নতুন র‌্যাঙ্কিংয়ে এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি।

এদিকে আগামী ৭ জুন মাঠে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এতে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এর আগে র‌্যাঙ্কিংয়ে এই পরিবর্তন দুদলের লড়াইয়ে বেশ রোমাঞ্চ তৈরি করবে।

আইসিসির হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২০ সালের মে থেকে ২০২২ সালের মে পর্যন্ত হওয়া সিরিজের পারফরম্যান্সের ৫০ ভাগ ও পরের সিরিজগুলোর ১০০ ভাগ বিবেচনায় নিয়ে নতুন র‌্যাঙ্কিং করা হয়। এতে অস্ট্রেলিয়ার রেটিং কমে দাঁড়ায় ১১৬।

আর ভারতের বেড়ে হয় ১২১। এছাড়া তালিকায় তিনে আছে ইংল্যান্ড। আর বাকি দলগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ রেটিং নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ।

আরও পড়ুন: প্রথমবার এশিয়া কাপের টিকিট পেল নেপাল

ক্রিফোস্পোর্টস/২মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট