Connect with us
ক্রিকেট

টেস্ট ইতিহাসে দ্রুততম রান তোলার রেকর্ড গড়লো ভারত

যশস্বী জয়সোয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে আড়াই দিন খেলা বন্ধ থাকায় ড্রয়ের দিকে এগোচ্ছিল। তবে ভারত চাই ফলাফল। তাইতো দীর্ঘ এই সংস্করণকে রীতিমতো টি-টোয়েন্টি বানিয়ে খেলছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। মাত্র ৩ ওভারে তুলেন ৫১ রান। যা টেস্ট ইতিহাসে দলীয় দ্রততম অর্ধশতক।

চতুর্থ দিনে ২৩৩ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে ব্যাটে নামে ভারত। বাংলাদেশের বোলারদের এক প্রকার কোণঠাসা করে ভারতের দুই ওপেনার রোহিত ও জয়সোয়াল। মাত্র ৩ ওভারেই তোলে ৫১ রান। তবে এরপরেই ব্রেকথ্রু পায় বাংলাদেশ। চতুর্থ ওভারে রোহিতকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। ১ চার ও ৩ ছক্কায় ১১ বলে ২৩ রান করে ফেরেন ভারতীয় এই অধিনায়ক।

আরও পড়ুন: ২৩৩ রানে থামলো বাংলাদেশের ইনিংস

এর আগে চতুর্থ দিনে লাঞ্চ ব্রেকের পর পর অলউইকেট হয় বাংলাদেশ। সব কয়টি উইকেট হারিয়ে ২৩৩ রান তুলতে সক্ষম হন লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে ১০৭ রান করে অপরাজিতা থাকেন মুমিনুল হক। এছাড়াও ৫৭ বলে ৩১ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩ বলে ২৪ রান করেন সাদমান হোসেন।

ভারতের হয়ে বল হাতে ১৮ ওভার বল করে ৫০ রান দিয়ে ৩ উইকেট তুলেন জাসপ্রিত বুমরাহ। ২ টি করর উইকেট শিকার করেন রবিচন্দ্র আশ্বিন, মোহাম্মদ সিরাজ এবং আকাশ দিপ। একটি উইকেট তুলে টেস্ট ক্রিকেটে ১১তম খেলোয়াড় হিসেবে ৩০০ উইকেট এবং ৩ হাজার রানে করে এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন রাবিন্দ্র জাদেজা। টেস্টে ৭৩ ম্যাচের ক্যারিয়ারে জাদেজা এখন পর্যন্ত করেছেন ৩ হাজার ১২২ রান। আর বল হাতে শিকার করেছেন ৩০০ উইকেট।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট