Connect with us
ক্রিকেট

এক ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের সিরিজ হারাল ভারত

লঙ্কানদের পরাজিত করেছে ভারত। ছবি- ক্রিকইনফো

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের পর অবসর নিয়েছেন ভারতের একাধিক অভিজ্ঞ তারকা ক্রিকেটার। তবে এতে করে দলের শক্তিমত্তায় তেমন কোন ঘাটতি দেখা দিচ্ছে না, সেটা ভালো ভাবেই বুঝিয়ে দিচ্ছে দলটি। জিম্বাবুয়ে সিরিজ জয়ের পর এবার লঙ্কানদের বিপক্ষেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতে নিয়েছে এক ম্যাচ হাতে রেখেই।

গতকাল রোববার (২৮ জুলাই) শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিকরা। এদিন বৃষ্টি বিঘ্নিত কার্টেল ওভার ম্যাচে লঙ্কানদের ৭ উইকেটে পরাজিত করে সূর্য কুমার যাদবের দল। বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নেমেই পরাজয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে কুশাল পেরেরার অর্ধশতকে ভর করে ১৬১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বল হাতে ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন রবি বিষ্ণুই। এছাড়া জোড়া উইকেট শিকার করেছেন অক্ষর পাটেল, আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে জবাব দিতে নামলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের ইনিংস কমে আসে ৮ ওভারে। যেখানে তাদের লক্ষ্য দাঁড়ায় ৭৮ রানের।

তবে এই লক্ষ্যে ভারতকে কোন প্রকার চ্যালেঞ্জ জানাতে পারেনি শ্রীলঙ্কা ৭ উইকেট ও ৯ বল হাতে রেখে সহজেই জয় তুলে নেয় সূর্য কুমার যাদবরা। তবে ইনিংসের শুরুতে দ্বিতীয় ওভারের প্রথম বলে ডাক মেরে ফিরে যান সানজু স্যামসন। তবে আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক সূর্য কুমার যাদবের ব্যাটে ভর করে জয়ের ভীত গড়ে ফেলে ভারত।

জয়সওয়ালের ব্যাট থেকে আসে ১৫ বলে ৩০ রান। আর সূর্য কুমার খেলেন ১২ বলে ২৬ রানের ইনিংস। আর শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৯ বলে ২২ রানের কেমিওতে সহজ জয় তুলে নেয় ভারত। শ্রীলংকার হয়ে বল হাতে একটি করে উইকেট স্বীকার করেছেন মাথিশা পাথিরানা, মাহেশ থিকশানা ও ওয়ানিন্দু হাসরাঙ্গা।

এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে ৩১ বলে ফিফটি তুলে নিয়েছিলেন কুশাল পেরেরা। শেষ পর্যন্ত ৩৪ বলে ৫৪ রান করে থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেন পাথুন নিশাঙ্কা। এছাড়া কামিন্দু মেন্ডিসের ২৩ বলে ২৬ রানের ইনিংস ছাড়া তেমন বলার মত কিছু করতে পারেননি লঙ্কান আর কোন ব্যাটার।

এবার হোয়াইটওয়াশ ঠেকাতে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় একই স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে চারিথ আসালাঙ্কার দল।

আরও পড়ুন: তামিমকে জাতীয় দলে চান বিসিবি সভাপতি

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট