Connect with us
ক্রিকেট

ক্রিকেটের রাজকীয় সংস্করণে সুখবর পেল ভারত

after beating England celebrate India's 4-1 win and R Ashwin guard of honour in his 100th Test
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের উচ্ছ্বাস, ডানে নিজের শততম টেস্টে গার্ড অব অনার গ্রহণ রবিচন্দ্রন অশ্বিনের। ছবি- সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে পুরোনো ও রাজকীয় সংস্করণ টেস্ট ক্রিকেটের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান নিয়ে জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই। এই লড়াইয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে ভারত। সবশেষ ভারতের ধর্মশালায় ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের স্বাদ দিয়েছে রোহিত শর্মার দল। এর ফলশ্রুতিতেই অস্ট্রেলিয়াকে পেছনে ঠেলে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে টিম ইন্ডিয়া।

গতকাল ধর্মশালা টেস্টে বিশাল জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংলিশদের ৪-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। শেষ টেস্টে সফরকারীদের বিশাল ব্যবধানে হারানোর কারণেই ভারতের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২২ এ। ফলে বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে টেস্ট ম্যাচে লড়াই করা অস্ট্রেলিয়া ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে নেমে গেছে। এতে শীর্ষে উঠে এসেছে ভারত। কিউইদের চলতি টেস্টে অজিরা যদি হারিয়েও দেয়, এতেও তারা টেস্টের শীর্ষে আসিন হতে পারবে না।

এদিকে টেস্টে আফগানিস্তানকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মত টেস্ট জয়ের স্বাদ পাওয়া আয়ারল্যান্ডও সুখবর পেয়েছে। ১০ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ে ১২ থেকে ১১ নম্বরে উন্নীত হয়েছে আইরিশরা। আর ৭ উইকেটের হারপ ০ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে ১২ নম্বরে অবনমিত হয়েছে আফগানিস্তানের। ১১১ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তালিকার তিনে এবং ১০১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড চার নম্বরেই অপরিবর্তিত আছে।

শ্রীলংকার বিপক্ষে সদ্য টি-টোয়েন্টি সিরিজ খেলা বাংলাদেশের ক্রিকেটের রাজকীয় সংস্করণে বর্তমানে রেটিং পয়েন্ট ৫১। টাইগারদের তালিকায় অবস্থান ৯ নম্বরে আর ৭৯ পয়েন্ট নিয়ে টাইগারদের ঠিক আগে অবস্থান করছে শ্রীলংকা।

R Ashwin guard of honour in his 100th Test

নিজের শততম টেস্টে গার্ড অব অনার গ্রহণ করলেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বর-জানুয়ারী মাসেই। ১-১ সমতায় শেষ হওয়ার সিরিজের ফায়দা নিয়েই পরে জানুয়ারীতে রোহিতের দলকে হটিয়ে টেস্টে শীর্ষস্থান দখল করেছিল অজিরা। সবশেষ টেস্ট র‍্যাংকিংয়ে শুধু অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই চার দলের অবস্থানই পরিবর্তিত হয়েছে। বাকি দলগুলো অপরিবর্তিতই রয়েছে।

ক্রিকেটের বাকি দুই সংস্করণের শীর্ষস্থানও ভারতের দখলে। টি-টোয়েন্টিতে ১২১ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা ভারতের পরই ১১৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া। আর এক দিনের ক্রিকেটে দুই ও তিন নম্বর স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: সিরিজ জিতে শ্রীলঙ্কার ‘টাইমড আউট’ উদযাপন, কী বললেন শান্ত

ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৪/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট