Connect with us
ফুটবল

সাফের সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে যাকে পেল বাংলাদেশ

SAFF U17 Semifinal_Bangladesh
অনুশীলনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ছবি- সংগৃহীত

ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশে। তবে অপেক্ষা ছিল প্রতিপক্ষের। আজ বুধবার বি গ্রুপের ম্যাচ শেষে এই টুর্নামেন্টের সেমিফাইনালের চারদল চূড়ান্ত হয়েছে। যেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তানকে।

চলতি সাফে এ গ্রুপ থেকে অংশ নিয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল ভারত ও মালদ্বীপ। তবে অনেকটা ভাগ্য থাকায় সেমিফাইনালে উঠতে পেরেছে বাংলাদেশের তরুণরা।

গ্রুপ পর্বে কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১-০ গোলে এবং মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল সাইফুল বারী টিটুর শিষ্যরা। ফলে সেমিফাইনাল নিশ্চিতে ভারতের দিকে তাকিয়ে ছিল দলটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত মালদ্বীপকে ২-০ গোলে পরাজিত করলেই সেমিফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। গতকাল (২৪ সেপ্টেম্বর) মালদ্বীপকে ৩-০ গোলে হারায় ভারত। এতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

আরও পড়ুন:

» শান্তদের তিন ঘণ্টার অনুশীলনে সাকিবের ব্যয় ১৫ মিনিট!

» রিয়াল মাদ্রিদ শিবিরে বড় দুঃসংবাদ 

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে ১ ড্র ও ১ হারে ১ পয়েন্ট নিয়ে রানার্সআপ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ বি গ্রুপের ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আর রানার্সআপ দল হিসেবে সেমির টিকিট কেটেছে নেপাল।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল