Connect with us
ক্রিকেট

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের সামনে বাংলাদেশের রান পাহাড়

বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও পাহাড়সম রান সংগ্রহ করেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ২০ থেকে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেটে ২০২ রান সংগ্রহ টাইগার ব্যাটাররা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তুলেন দুই ওপেনার লিটন কুমার দাস ও রনি তালুকদার। ম্যাচের ৯ দশমিক ২ ওভারে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২৪ রান এনে দেন দুই ওপেনার।

রনি তালুকদার ২৩ বলে ৪৪ রান করে সাজঘরে ফিরে যান। পরে দ্বাদশ ওভারে ফিরেন লিটনও। ৪১ বলে ৮৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে বেঞ্জামিন হোয়াইটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কার মার।

লিটন ফিরে গেলে তাওহীদ হৃদয়কে নিয়ে ৬১ রানের জুটি গড়েন অধিনায়ক সাকিব আল হাসান। ১৩ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস হৃদয় ফিরলেও সাকিব অপরাজিত থাকেন ২৪ বলে ৩৮ রানে।

আয়ারল্যান্ডকে এ ম্যাচ জিততে হলে করতে হবে ১৭ ওভারে ২০৩ রান।

আরও পড়ুন: মেসির হ্যাটট্রিক, কুরাসাওকে ‘সেভেনআপ’ খাওয়ালো আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট