Connect with us
ক্রিকেট

সংবাদ সম্মেলনে তামিম, সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন

তামিম ইকবাল। ছবি- গুগল

বাংলাদেশ ক্রিকেট দলের দুই অধিনায়ক সাকিব আল আহসান ও তামিম ইকবালের সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব চলছে। এছাড়া বাংলাদেশ জাতীয় দলে ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ এখন নেই। একদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন। পরদিনই বোর্ড প্রধানের এমন বক্তব্য উড়িয়ে দিলেন তামিম।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানে সংবাদমাধ্যমকর্মীরা ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে তামিমের কাছে জানতে চাইলে সব বিষয়টি অস্বীকার করেন দেশসেরা এই ওপেনার।

তামিম বলেন, ‘সবকিছুই তো স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুবই ভালো। শুধু আজ না, অনেক দিন ধরেই। এর ফলাফলও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক রয়েছে।’

দলের গ্রুপিং নিয়ে জানতে চাইলে টাইগার অধিনায়ক বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। দল ভালো না করলেই এই শব্দগুলো (গ্রুপিং) ব্যবহার করা হয়। ১৬ বছর আগেও দেখিনি, ১০ বছর আগেও এটা দেখিনি। ছয় মাসের মধ্যে হলে তবে জানি না, ৩-৪ দিনেও এটা দেখিনি। এভ্রিথিং ইজ ভেরি ফাইন (সবকিছুই ভালো আছে)।’

এদিকে গতকাল ‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি বস জানিয়েছেন, ‘এখন স্বাস্থ্যকর ড্রেসিংরুম নেই, এটি নিশ্চিত করেই বলতে পারি। এই বিষয়টি (সাকিব-তামিমের দূরত্ব) এমন নয় যে আমি দূর করার চেষ্টা করিনি। দুজনের সঙ্গেই এটা নিয়ে কথা বলেছি। আমার মনে হয়েছে, এখন এটা সহজেই সমাধান করা যাবে না।’

অপরদিকে সাকিব-তামিম দুজনকেই পরিষ্কার করে বার্তা দিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি। সিরিজ চলার সময় বা খেলার সময় এর প্রভাব যেন না পড়ে এর নিশ্চিয়তা চেয়েছেন পাপন। খেলায় এর প্রভাব পড়বে না বলেও দুজনই নিশ্চিত করেছেন।

পাপন আরও বলেন, ‘এর আগে ড্রেসিংরুমের পরিবেশ আরও খারাপ ছিল। এখন তো কিছুটা হলেও উন্নতি হয়েছে। এই সিরিজ (ইংল্যান্ড সিরিজ থেকে) এটা আরও বদলাতে চাই (দুজনের সম্পর্ক) অন্তত ড্রেসিংরুমে।’

আরও পড়ুন: মাহমুদউল্লাহ বলল জানাবে, আমি জানি সে জানাবে না’: পাপন

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট