Connect with us
ক্রিকেট

বিপিএলের মাঝেই ওয়াহাব রিয়াজের কাছে উড়ে এলো খুশির খবর

ওয়াহাব রিয়াজ। ছবি- গুগল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ১২ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সেরা বোলার তালিকায় তিনি। তবে আসরের মাঝপথেই পাকিস্তান থেকে ওয়াহাব রিয়াজের কাছে উড়ে এলো খুশির খবর।

দেশটির পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারে ভারপ্রাপ্ত ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। বিপিএল শেষেই শপথ গ্রহণ করবেন তিনি।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তবে সময়মতো দায়িত্ব বুঝে নিতে হবে রিয়াজকে।

এদিকে বিপিএল ছেড়েই দায়িত্ব নিতে পাকিস্তানে চলে যাবেন ওয়াহাব। ওয়াহাবসহ মোট ১১ জনকে এই দফায় দায়িত্ব দেওয়া হয়।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট শিকার করেন এই ক্রিকেটার। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এবারের বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪শ উইকেটের মাইলফলক ছুঁলেন ওয়াহাব।

আরও পড়ুন: শুক্রবার দেশে ফিরছেন খুদে টাইগ্রেসরা

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট